Wednesday, February 3, 2016

শুধু আবর্তন

শুধু আবর্তন
............... ঋষি
================================================
পৃথিবী চলছে আবর্তনে একই রকম
অন্ধকার ,এক নর্দমার সময়ের গন্ধে মাছি।
পরিবর্তন সম্ভব নয়
কারণ মানুষের নিজের কোনো প্রতিবাদ নেই।
প্রতিবাদ শুধু  কোনো শব্দ নয়
সে হলো  মানুষের আঁতুর ঘরের প্রথম আলো।

জন্মজ দেশজ মাটির গন্ধে আজ ঘুন লাগা কিছু আসবাবের বাস
সময়ের সাথে বয়ে চলা নদীগুলো দেশময় শুধু পাঁক আর পাঁক।
বিস্ফোরণ ঘটছে ,মানুষ মরছে
আমরাও মরছি দৈনন্দিন নিজের চিতার মুখে আগুন।
কিন্তু প্রশ্ন একটা থেকে যায়
মানুষ অমর নয় ,
জীবন তো জীবিত হতে পারে ?
একটু প্রতিবাদ
একটু আগুন যদি জ্বালানো যায় সময়ের জঙ্গলে
তবে আবার নতুন সভ্যতা আবার হয়তো তৈরী হতে পারে।

পৃথিবীর আবর্তনের সাথে মানুষের বোঝাপড়া সহবাস
শীত্কার নেই তৃপ্তির সবটাই চিত্কার।
বেঁচে আছি কারণ বাঁচতে হয়
জীবিত আছি কারণ জীবন যে কাটতে চাই।
নিজের বুকে হাত রেখে কজন বলে
প্রতিবাদ আমার বাঁচার কারণ  .

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...