তবু তো আছে
............... ঋষি
==================================================
জানি সম্বল টুকু চলন্তিকা একটা যন্ত্রণা
তবু তো আছে
বুকের গভীর ভাঁজে ঘামের গন্ধের মতন আঁকড়ে থাকা স্মৃতি।
বুঝলে চলন্তিকা বুকের যন্ত্রনাটা বেড়েছিল কাল রাতে
জল খেলাম ,ওষুধ খেলাম ,বারদুয়েক টয়লেটে
না গো এই যন্ত্রণা সারার না।
অসময়ে ঘুম পাওয়ার মতন স্বপ্নগুলো সব ঘরছাড়া
বেকার কোনো যুবকের মতন রাস্তার ভাঁড়ে ঠোঁট পোড়ায় নিকোটিনে।
পায়ের শব্দ শুনতে চাই চলন্তিকা
কারোর আসার অপেক্ষায় দিন গোনে দিনান্তরে।
আর সময়
সে যে রাস্তার ম্যানিকুইনের শরীর চাঁটা অস্তিত্ব।
চলে যায়
যেমন বেড়ে যায় ভ্রুকুন্চন সময়ের গায়ে।
বেশ লাগে চলন্তিকা
এই দুর্মূল্য ব্যাথা বুকের দরজায়।
জানি সম্বলটুকু চলন্তিকা যন্ত্রণা
শরীরে বাড়তে থাকা কোলেস্টরেলের মতন অভিশাপ ।
তবু ভালো লাগে ভাবতে
যন্ত্রণা ঘামের গন্ধে মাঝ দুপুরে অনন্য সম্বল।
কাল বুকের ব্যাথাটা বেড়েছিল চলন্তিকা
হৃদপিন্ডের বোঝাপড়ায় অবুঝ বেঁচে থাকাতে।
............... ঋষি
==================================================
জানি সম্বল টুকু চলন্তিকা একটা যন্ত্রণা
তবু তো আছে
বুকের গভীর ভাঁজে ঘামের গন্ধের মতন আঁকড়ে থাকা স্মৃতি।
বুঝলে চলন্তিকা বুকের যন্ত্রনাটা বেড়েছিল কাল রাতে
জল খেলাম ,ওষুধ খেলাম ,বারদুয়েক টয়লেটে
না গো এই যন্ত্রণা সারার না।
অসময়ে ঘুম পাওয়ার মতন স্বপ্নগুলো সব ঘরছাড়া
বেকার কোনো যুবকের মতন রাস্তার ভাঁড়ে ঠোঁট পোড়ায় নিকোটিনে।
পায়ের শব্দ শুনতে চাই চলন্তিকা
কারোর আসার অপেক্ষায় দিন গোনে দিনান্তরে।
আর সময়
সে যে রাস্তার ম্যানিকুইনের শরীর চাঁটা অস্তিত্ব।
চলে যায়
যেমন বেড়ে যায় ভ্রুকুন্চন সময়ের গায়ে।
বেশ লাগে চলন্তিকা
এই দুর্মূল্য ব্যাথা বুকের দরজায়।
জানি সম্বলটুকু চলন্তিকা যন্ত্রণা
শরীরে বাড়তে থাকা কোলেস্টরেলের মতন অভিশাপ ।
তবু ভালো লাগে ভাবতে
যন্ত্রণা ঘামের গন্ধে মাঝ দুপুরে অনন্য সম্বল।
কাল বুকের ব্যাথাটা বেড়েছিল চলন্তিকা
হৃদপিন্ডের বোঝাপড়ায় অবুঝ বেঁচে থাকাতে।
No comments:
Post a Comment