Saturday, February 13, 2016

ভাবনার শরীর

ভাবনার শরীর
.............. ঋষি
==========================================

ভাবনারা গত হয়েছেন বেশ কিছুদিন হলো
ভাবনার কফিনে শেষ পেড়েকটা   ঠুকে চলেছি মন দিয়ে।
আসলে ভাবছি কখনো
মন কি শুধু পুড়তে থাকা উনুনের আঁচ
নাকি সংশয় মাংস ,পোলাও আর হৃদয় ভাজা।

হেরিটেজে জমে থাকা কিংবদন্তীদের মুখগুলো শেওলা ধরা চিন্তা
না এমন ঠিক নয়।
আমি তো প্রায় স্বপ্নে দেখি খালিগায়ে শুয়ে জলের তলায়
আর ভাবনার মাছেরা কুঁড়ে কুঁড়ে খায়।
কখনো দেখি সাপগুলো সব ফোঁস ,ফোঁস করে
হিংস্র সময়ের মতন বিষ উগড়ে দেয় সময়ের গায়ে।
আর সময় মরে যায়
যেমন আমার মরা ভাবনারা শুয়ে আছে।
কফিনের ভেতর
হয়তো বা মাথার ভেতর
সময়ের দায় আমার উপস্থিতির গায়ে।

গত ভাবনাদের সঙ্গে আজকাল কুস্তি করি
কিন্তু বারংবার জিতে যাই ।
কারণ আর ভাবতে চাই না নিজের স্বত্বার অধিকারে
এইবার পথ হাঁটতে চাই সাত সমুদ্র ধরে
মৃত সর্বস্য ক্যানভাসে আঁকিবুকি। 

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...