কিছুটা জীবন
............... ঋষি
==========================================
ফেলে দেওয়া ভালোবাসা নতুন মোড়কে আগলিয়ে আছি
জীবিতরা বলে না কখনো ভালোবাসি।
অথচ জীবন নির্দ্বিধায় করে সরগম
ভালো আছি ,ভালোবাসি তাই।
জীবতরা সকলে সময়ের দূত কিংবা সময়ের আশ্রয়ে
জীবন সে তো ভালোবাসার প্রশ্রয়ে এক নীল আকাশ।
কাগজ কুড়োনো বিকেল
বাদামের ঠোঙ্গা হাতে আকাশের শেষ সূর্যের শেষ ওম।
জীবন থেকে তালাক দেওয়া না লেখা কবিতারা
একটু একটু করে খরচ হতে থাকা বেকার দিন সর্বস্ব।
ভালোবাসি তোমায়
একথা বলে ওঠা হয় না।
ব্যস্ত সময়ের পরিসরে সাদা কাগজের উপর রক্তিম সূর্য
আমার কলমের নিবে তুমি লেগে থাকো।
আমি শুধু তোমার পানসে স্বপ্নে
পরিমাণমতো স্পর্শ দি নিরুদ্দেশে।
ফেলে দেওয়া ভালবাসা আগ্নেয়গিরির প্রসব যন্ত্রণার চিত্কার
অন্ধকারটা বারংবার ফিরতে চায়।
ফুরিয়ে-আসা মোমবাতির গলতে থাকা মোমের মাঝে
আলো খোঁজে জীবন আর। ........
বারংবার তোমাকেই বলতে চাই
হাজারো কবিতায় ,,,,, ভালোবাসি।
............... ঋষি
==========================================
ফেলে দেওয়া ভালোবাসা নতুন মোড়কে আগলিয়ে আছি
জীবিতরা বলে না কখনো ভালোবাসি।
অথচ জীবন নির্দ্বিধায় করে সরগম
ভালো আছি ,ভালোবাসি তাই।
জীবতরা সকলে সময়ের দূত কিংবা সময়ের আশ্রয়ে
জীবন সে তো ভালোবাসার প্রশ্রয়ে এক নীল আকাশ।
কাগজ কুড়োনো বিকেল
বাদামের ঠোঙ্গা হাতে আকাশের শেষ সূর্যের শেষ ওম।
জীবন থেকে তালাক দেওয়া না লেখা কবিতারা
একটু একটু করে খরচ হতে থাকা বেকার দিন সর্বস্ব।
ভালোবাসি তোমায়
একথা বলে ওঠা হয় না।
ব্যস্ত সময়ের পরিসরে সাদা কাগজের উপর রক্তিম সূর্য
আমার কলমের নিবে তুমি লেগে থাকো।
আমি শুধু তোমার পানসে স্বপ্নে
পরিমাণমতো স্পর্শ দি নিরুদ্দেশে।
ফেলে দেওয়া ভালবাসা আগ্নেয়গিরির প্রসব যন্ত্রণার চিত্কার
অন্ধকারটা বারংবার ফিরতে চায়।
ফুরিয়ে-আসা মোমবাতির গলতে থাকা মোমের মাঝে
আলো খোঁজে জীবন আর। ........
বারংবার তোমাকেই বলতে চাই
হাজারো কবিতায় ,,,,, ভালোবাসি।
No comments:
Post a Comment