নোনতা হাওয়া
................ ঋষি
=======================================
বৃত্তের বাইরে ঘর ,দরজা খোলা জীবন
সন্ন্যাসীর মতন খালি পায়ে ঝুলি ,মানুষ ভাবনা
আর কিছু না ,,এই তো কাটুক।
সহস্র কাটুক ,যুগান্তরের অন্য আবর্তনে
পৃথিবী হাসুক চলন্তিকা
আমার মরণ মিষ্টি লাজুক চোখে।
চকোলেট ঠোঁটে রাখা
কিংবা গড়িয়ে নামা বুকের নোনতায় হিমেল স্পর্শ।
মেরুদন্ড বেয়ে ছুঁয়ে যাওয়া মুহুর্তদের
না পাওয়া।
সবটুকু হিসেবে থাকুক
শুধু তুই থাক হিসেবের বাইরে জড়িয়ে থাকা শূন্যতায়।
শুধু সময়ের বাইরে
সম্পর্কের হিজিবিজি ছেড়ে
আরো গভীর পূর্ণতায়।
চলন্তিকা তোকে কি ভোলা যায়
পথ চলায়,পথ হাঁটায় ,একলা থাকায়।
বৃত্তের ভিতরে বাস ,বেঁচে থাকা সর্বনাশ
আমি বাঁচি বৃত্তের বাইরে , স্বাধীন কোনো জীবিকায়
এখানে সূর্য ওঠা ,নামা আমার বিশ্বাস।
আর চলন্তিকা তুই আমার গভীর সমুদ্রের লুকোনো দ্বীপ
চারিপাশে ভেজা বালি
আর একসমুদ্র স্পর্শ নোনতা হাওয়া।
................ ঋষি
=======================================
বৃত্তের বাইরে ঘর ,দরজা খোলা জীবন
সন্ন্যাসীর মতন খালি পায়ে ঝুলি ,মানুষ ভাবনা
আর কিছু না ,,এই তো কাটুক।
সহস্র কাটুক ,যুগান্তরের অন্য আবর্তনে
পৃথিবী হাসুক চলন্তিকা
আমার মরণ মিষ্টি লাজুক চোখে।
চকোলেট ঠোঁটে রাখা
কিংবা গড়িয়ে নামা বুকের নোনতায় হিমেল স্পর্শ।
মেরুদন্ড বেয়ে ছুঁয়ে যাওয়া মুহুর্তদের
না পাওয়া।
সবটুকু হিসেবে থাকুক
শুধু তুই থাক হিসেবের বাইরে জড়িয়ে থাকা শূন্যতায়।
শুধু সময়ের বাইরে
সম্পর্কের হিজিবিজি ছেড়ে
আরো গভীর পূর্ণতায়।
চলন্তিকা তোকে কি ভোলা যায়
পথ চলায়,পথ হাঁটায় ,একলা থাকায়।
বৃত্তের ভিতরে বাস ,বেঁচে থাকা সর্বনাশ
আমি বাঁচি বৃত্তের বাইরে , স্বাধীন কোনো জীবিকায়
এখানে সূর্য ওঠা ,নামা আমার বিশ্বাস।
আর চলন্তিকা তুই আমার গভীর সমুদ্রের লুকোনো দ্বীপ
চারিপাশে ভেজা বালি
আর একসমুদ্র স্পর্শ নোনতা হাওয়া।
No comments:
Post a Comment