Tuesday, February 23, 2016

পাগলামি

পাগলামি
.................... ঋষি
================================
এক শহরের কোলে  হৃদয় দাঁড়িয়ে
ফ্লাইং কিস ছুঁড়ি পাগলি,,,, আমার শহর।
বোবা সফরের শেষে হৃদয় বাঁধা ঘরে
হাত ,পা ছুঁড়ি
পাগলি আমার সফর।
শুরু থেকে শেষ শহর কিনারায় আমার বাস।

চশমা আড়ালে লুকোনো বিড়ালের চোখ
পাগলি পরশ পাথর।
হৃদয় জুড়ে বন্য হরিনের খোঁজ
পাগলি  জীবিত সফর।
ইট  ,কাঠ  ,পাথর ভেঙ্গে জড়ো  করা  প্রশ্রয়
পাগলি একটা জীবন।
আকাশ  থেকে আকাশি নীল  লোভ
পাগলি আমার মরণ

এক শহরের কোলে  আলসেমি এই ঘর
ঠোঁটের কিনারায় আদর নির্ভর।
ফিসফিসিয়ে কানের কাছে তুই
পাগলি একলা স্রোতে নদীর কথা কই।
চুপ একদম চুপ
পাগলি হৃদয় দিয়ে হৃদয় জুড়ে রই।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...