প্ল্যাটফর্মে ট্রেন
...............ঋষি
================================================
কতটা পেয়েছি আমি
সে নিয়ে বিচার করতে চাওয়াটা নেহাত ছেলেমানুষি।
দিন বদলে গেছে অনেকটা
এখন সময়ের হাতে ললিপপ না ,,চাইনিজ লেগে।
আর আমি চুষে চলেছি আনন্দের মতন ছেলেমানুষি
এই সময় ,,তোমার আলিঙ্গনে।
আসলে আমি পিছিয়ে যেতে চাই
ফুল বাবু ছেড়ে হাফ প্যান্ট পরে সেই সবুজ স্বপ্নে।
যেখানে স্কুলের ছুটির ঘন্টা
যেখানে আকাশের ঘুড়ির সাথে স্বাধীনতা।
যেখানে সময়ের রেলের শব্দ ,,,,হাজার স্বপ্নের প্ল্যাটফর্ম
অসংখ্য ট্রেনের ঝাঁকুনি।
সিঙ্গারা ,,,খবরের কাগজ ,,,ঝাল মুড়ি ,,চকোলেট
কিংবা তার বেশি তুমি।
বেশ হত যৌবনের সেই সবুজ ঠোঁটে তুমি আঁকা
কিংবা সময়ের কোলাহলে বিসর্জনের মায়ের মুখ তোমার মতন
অথবা এই সময় তুমি।
কতটা পেয়েছি আমি
সে নিয়ে ভাবতে চাওয়াটা নিতান্ত কোনো যান্ত্রিক জীবন।
দিন তো এখন আগুনের দৈনন্দিন
তবু কেন যেন মনে হয় ,,যদি আনন্দের নাম বেঁচে থাকা হয়।
আর প্রেমের নাম তুমি
তবে সময় সে যে কোনো প্ল্যাটফর্মে ট্রেন গাড়ি।
...............ঋষি
================================================
কতটা পেয়েছি আমি
সে নিয়ে বিচার করতে চাওয়াটা নেহাত ছেলেমানুষি।
দিন বদলে গেছে অনেকটা
এখন সময়ের হাতে ললিপপ না ,,চাইনিজ লেগে।
আর আমি চুষে চলেছি আনন্দের মতন ছেলেমানুষি
এই সময় ,,তোমার আলিঙ্গনে।
আসলে আমি পিছিয়ে যেতে চাই
ফুল বাবু ছেড়ে হাফ প্যান্ট পরে সেই সবুজ স্বপ্নে।
যেখানে স্কুলের ছুটির ঘন্টা
যেখানে আকাশের ঘুড়ির সাথে স্বাধীনতা।
যেখানে সময়ের রেলের শব্দ ,,,,হাজার স্বপ্নের প্ল্যাটফর্ম
অসংখ্য ট্রেনের ঝাঁকুনি।
সিঙ্গারা ,,,খবরের কাগজ ,,,ঝাল মুড়ি ,,চকোলেট
কিংবা তার বেশি তুমি।
বেশ হত যৌবনের সেই সবুজ ঠোঁটে তুমি আঁকা
কিংবা সময়ের কোলাহলে বিসর্জনের মায়ের মুখ তোমার মতন
অথবা এই সময় তুমি।
কতটা পেয়েছি আমি
সে নিয়ে ভাবতে চাওয়াটা নিতান্ত কোনো যান্ত্রিক জীবন।
দিন তো এখন আগুনের দৈনন্দিন
তবু কেন যেন মনে হয় ,,যদি আনন্দের নাম বেঁচে থাকা হয়।
আর প্রেমের নাম তুমি
তবে সময় সে যে কোনো প্ল্যাটফর্মে ট্রেন গাড়ি।
No comments:
Post a Comment