Wednesday, February 10, 2016

কবিতার দহন

কবিতার দহন
........................ ঋষি
====================================================
খুলে ফেলো স্বপ্নের বাইরে  খুলে ফেলো
শাড়ির ফাঁস ,ব্রায়ের দহনের মতন বজ্র দেওয়াল সভ্যতা।
সম্পর্ক নিক নিঃশ্বাস
পুরনো ভাঙ্গাচোরা মন্দিরের কলিংবেল বাজিয়ে।
ঈশ্বর করুক তথাস্তু
আরো নগ্ন এই সভ্যতা।

খুলছে তো সবাই
দিনে রাতে ,পথে ঘাটে প্রত্যহ বয়ে চলা সংবাদ প্রতিদিন।
কবিতাও খুলছে ,বিকোচ্ছে কবির মাংস বিজ্ঞাপনি সেল্ফিতে
অবাক লাগছে দেখতে কবিতা হাঁটছে রাম্পে।
ক্যাট ওয়াকের প্রতিমুদ্রায়
স্বাগত সংস্কৃতের দালালেরা কবিতাকে স্ট্যান্ডে দাঁড় করাচ্ছে।
পরাচ্ছে টুপি
আর কবিতা হাসছে দাঁত কেলিয়ে যন্ত্রনায় ,
খুলে পরছে বসন সজন এই সভ্যতায়।
তুমিও খুলে ফেলো
বুকের সাথে বুক লাগিয়ে নিঃশ্বাসে দহন আনো পুড়ে যাওয়ার।
কবিতার পাতারা চিতার স্টিমে রিফ্রেশ হয়ে
করুক আরো চিত্কার পোড়ার যন্ত্রনায়।

খুলে ফেলো স্বপ্নের বাইরে  খুলে ফেলো
ছন্দবদ্ধ শরীরের ভাঁজে জমতে থাকা নোনতা দিনতাকে
জিভ লাগিয়ে শুষে নেও।
নিশ্চিন্তে হাত লাগিয়ে শীত্কার কর সভ্যতার পরিতৃপ্তির
কবিদের মর্যাদার সাথে কবিত্ব রাস্তায় দাঁড়াক
কবিতা পরিচিত হোক কবিদের নামে। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...