আমরা সামাজিক
................. ঋষি
========================================================
সেই মেয়েটা আর ফিরে আসে নি
সে আর ফিরে আসবে না কোনদিন।
যে গেছে
সে যাচ্ছে আজ সহস্র যুগ ধরে।
যোনি সর্বস্ব জীবনের সম্মানের দাম আজ মাথা নিচু করে
সময়ে কাছে অনিয়মিত দুর্বৃত্তের লোলুপতায়।
সেই মেয়েটা চিতার আগুনে কিংবা কবরের ভিতর থেকে আজও চিত্কার করছে
আকুতি এই জীবনের আরো কিছুদিন বাঁচার।
পথ হাঁটা সভ্যতার ধুলো মাথায় নিয়ে সেই মেয়েটা হয়তো দাঁড়িয়ে আছে
আদালত চত্তরের দোষী পক্ষের উকিলের ছেঁড়া খোঁড়ায় ।
সেই মেয়েটা আজও কন্যা সন্তানের জন্মের অপরাধে দাঁড়িয়ে রাস্তায়
দিন গুনছে আগামী খাদকের খিদের।
ওরে মেয়ে তোর খোলা স্তনে দংশন সে যে কামুকতার
ওরে মেয়ে তুই আজ সময়ের যোনি।
যোনি সর্বস্ব জীবনে সামাজিকতায় তোর মূল্য শুধু শরীর
আর তোকে লুঠ করছে সময় ধর্ষণ নামক লাল অপরাধ ।
সেই মেয়েটা নিয়মের অনিয়মে আজও দাঁড়িয়ে সুবিচারের আশায়
সমাজ পক্ষের দৃষ্টিতে সে ধর্ষিত শরীর ।
শুধু শরীরের মান বিচারে সে এখন সমাজের প্রান্তিকতায়
অসম্মানের চোখে যার বিবস্ত্রতা আজীবন।
সেই মেয়েটা আর ফিরে আসে নি
ফিরে আসবে না কারণ আমরা সামাজিক।
................. ঋষি
========================================================
সেই মেয়েটা আর ফিরে আসে নি
সে আর ফিরে আসবে না কোনদিন।
যে গেছে
সে যাচ্ছে আজ সহস্র যুগ ধরে।
যোনি সর্বস্ব জীবনের সম্মানের দাম আজ মাথা নিচু করে
সময়ে কাছে অনিয়মিত দুর্বৃত্তের লোলুপতায়।
সেই মেয়েটা চিতার আগুনে কিংবা কবরের ভিতর থেকে আজও চিত্কার করছে
আকুতি এই জীবনের আরো কিছুদিন বাঁচার।
পথ হাঁটা সভ্যতার ধুলো মাথায় নিয়ে সেই মেয়েটা হয়তো দাঁড়িয়ে আছে
আদালত চত্তরের দোষী পক্ষের উকিলের ছেঁড়া খোঁড়ায় ।
সেই মেয়েটা আজও কন্যা সন্তানের জন্মের অপরাধে দাঁড়িয়ে রাস্তায়
দিন গুনছে আগামী খাদকের খিদের।
ওরে মেয়ে তোর খোলা স্তনে দংশন সে যে কামুকতার
ওরে মেয়ে তুই আজ সময়ের যোনি।
যোনি সর্বস্ব জীবনে সামাজিকতায় তোর মূল্য শুধু শরীর
আর তোকে লুঠ করছে সময় ধর্ষণ নামক লাল অপরাধ ।
সেই মেয়েটা নিয়মের অনিয়মে আজও দাঁড়িয়ে সুবিচারের আশায়
সমাজ পক্ষের দৃষ্টিতে সে ধর্ষিত শরীর ।
শুধু শরীরের মান বিচারে সে এখন সমাজের প্রান্তিকতায়
অসম্মানের চোখে যার বিবস্ত্রতা আজীবন।
সেই মেয়েটা আর ফিরে আসে নি
ফিরে আসবে না কারণ আমরা সামাজিক।
No comments:
Post a Comment