Thursday, February 11, 2016

আগামীর ফল

আগামীর ফল
................. ঋষি
===============================================
ঝড় শেষ
খোলসের ছায়া থেকে বেড়িয়ে পরেছে সাপ।
ঘুরে বেড়াচ্ছে মেয়েটার শরীরে
গিজ গিজ করছে সাপের বিষের  মতন বিষাক্ত বোধ।
সমাজ তুমি দেখছো
তুমি কি জাগবে কখনো ,ঘুম ভাঙ্গা চোখ।

মেয়েরা চিত হয়ে শুয়ে থাকা সমাজের রীতি
নিশ্চিন্তে সমাজ টানাপড়েনে খুলে ফেলে সত্বার নারীত্ব।
মেয়েটা মা হচ্ছে
মেয়েটা নারী হচ্ছে।
চিত্কার আকাশজোড়া স্বপ্নে বিভোর ক্লান্ত চোখ
যোনির থেকে মুখ বার করা অপুষ্ট সময়।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়াটা সময়ের হিসেব
আর নারীত্ব সদা হাস্যময়
মৃত্যুর পাঞ্জা।
কোনো অবধারিত সময়ের নিলিপ্ততায়  মেয়েটার চিত্কার
আর কয়েক সেকেন্ড,,,তারপর শান্ত ।
জন্ম নিলো বীজ ,,,,মেয়েটার সজল চোখে মায়া আগামীর ফল ।

ঝড় শেষ
এইবার যুদ্ধ সময়ের দায়ে সদ্য জন্মানো শিশুর মুখে মাতৃ স্তন।
নিয়ম আর নিয়মিত মানুষের বাচ্চা বলে
মেয়ারাই তো জন্ম দেয়।
অথচ পুরুষ সাক্ষী প্রতিটা কান্না মৃত্যুর
আর নারী সে যে মৃত্যুর সাক্ষী।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...