অন্য এক উপন্যাস
................. ঋষি
=========================================
শুভেচ্ছা রইলো ফিরে আশার
মেঘ বৃষ্টির রসদ পেড়িয়ে খিদের দুনিয়ার স্বপ্ন।
এখানে কোনো সাম্রাজ্যবাদ নেই
আছে যন্ত্রণা।
পেট ছিঁড়ে যায় আকাশের চাঁদ
আর নিজের ঘরের কোনে লুকোনো গণতন্ত্র।
এই ভাবে একটা উপন্যাসের শেষ পাতাতে
নায়িকা গর্ভবতী হয়।
জন্ম দেয় একটা স্বাধীন দেশ ,একটা পেট ভর্তি দেশ
সেই দেশের সকল নাগরিকের পেট ফুলে যায়।
লোভের টাকায় ,বেঁচে থাকায়
সারা দেশ জুড়ে শুধু এম্বুলেন্সের ঘোড়দৌড়।
দৌড়চ্ছে সবাই
দেশ জুড়ে হিজরাদের সমাবেশ।
আর কোনো জন্ম হবে না এখানে
শুধু মৃত্যু।
পেট ভর্তি দেশের সমাপ্তি
উপন্যাস শেষ।
শুভেচ্ছা রইলো দৈনন্দিন আগুনের
আগুনে ফুটছে নিজেদের বিষ রক্তগুলো।
পাহাড় ভাঙবে এখানে যুদ্ধরাজ
সাম্রাজ্য সমাপনে খালি পেতে শুয়ে থাকবে দেশ।
সুদিনের স্বপ্নে আকাশের চাঁদে ভাঙ্গা অন্ধকার
আর আলোটুকু বেঁচে থাকবে।
................. ঋষি
=========================================
শুভেচ্ছা রইলো ফিরে আশার
মেঘ বৃষ্টির রসদ পেড়িয়ে খিদের দুনিয়ার স্বপ্ন।
এখানে কোনো সাম্রাজ্যবাদ নেই
আছে যন্ত্রণা।
পেট ছিঁড়ে যায় আকাশের চাঁদ
আর নিজের ঘরের কোনে লুকোনো গণতন্ত্র।
এই ভাবে একটা উপন্যাসের শেষ পাতাতে
নায়িকা গর্ভবতী হয়।
জন্ম দেয় একটা স্বাধীন দেশ ,একটা পেট ভর্তি দেশ
সেই দেশের সকল নাগরিকের পেট ফুলে যায়।
লোভের টাকায় ,বেঁচে থাকায়
সারা দেশ জুড়ে শুধু এম্বুলেন্সের ঘোড়দৌড়।
দৌড়চ্ছে সবাই
দেশ জুড়ে হিজরাদের সমাবেশ।
আর কোনো জন্ম হবে না এখানে
শুধু মৃত্যু।
পেট ভর্তি দেশের সমাপ্তি
উপন্যাস শেষ।
শুভেচ্ছা রইলো দৈনন্দিন আগুনের
আগুনে ফুটছে নিজেদের বিষ রক্তগুলো।
পাহাড় ভাঙবে এখানে যুদ্ধরাজ
সাম্রাজ্য সমাপনে খালি পেতে শুয়ে থাকবে দেশ।
সুদিনের স্বপ্নে আকাশের চাঁদে ভাঙ্গা অন্ধকার
আর আলোটুকু বেঁচে থাকবে।
No comments:
Post a Comment