এই দেশ
.......... ঋষি
====================================================
এই মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিতে কষ্ট হয়
বাতাসে বাড়তে থাকা কালি সভ্যতার নোলকে সভ্যতার অবস্থান।
তামাম দুনিয়ার অন্ধকারকে আমন্ত্রণ জানানো হয় ভরা সভায়
যেখানে কোনো নারী বিবস্ত্র হয়।
অথচ কৃষ্ণের ভেকে পুলিশের উর্দিতে রক্তের দাগ
সগর্বে গেয়ে ওঠে সারে জাহাসে আচ্ছা।
নিজেকে বড় অসহায় মনে হয়
যখন শাসনতন্ত্রের বন্দুকের ডগায় লটকানো গণতন্ত্র।
নিজের মাটিকে তাক করে
পিছন থেকে কোনো ভীরু লোভী শকুন চিত্কার করে ফায়ার।
লুটিয়ে পরে লাশ জালিয়ানওয়ালাবাগে আবার
আবার বারংবার রক্ত আর রক্ত।
সে কখনো বা নারী শরীরের মৃত শবে
কখনো সে শিক্ষা নামে বাড়তে থাকা বিজ্ঞাপনে।
আইনের জামা পরে শুয়ে থাকা বাজারী বেশ্যারা
শীত্কার করে বলে অর্ডার অর্ডার চুপ থাক
নাহলে ফুটোতে পুরে দেবো গোটা স্বাধীনতা।
এই দেশের বুক জুড়ে গভীর ক্ষত বাঘের আঁচড়
বাতাসে বাড়তে থাকা দুর্গন্ধ বাসি লাশ সব পরাধীনতা শুয়ে।
সাজানো বাজারে বিক্রি বাতাসে কোনো নিশ্বাস নেই
শুধূ বেঁচে থাকা সংস্কৃতির নির্মাণের নামে ভাদ্রের কুকুরের মিছিল।
এ দেশে বহুদিন আগুনের কোনো দেখা নেই
মৃত ইতিহাস মর্গের ভিতর বস্তা পচা লাশ।
.......... ঋষি
====================================================
এই মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিতে কষ্ট হয়
বাতাসে বাড়তে থাকা কালি সভ্যতার নোলকে সভ্যতার অবস্থান।
তামাম দুনিয়ার অন্ধকারকে আমন্ত্রণ জানানো হয় ভরা সভায়
যেখানে কোনো নারী বিবস্ত্র হয়।
অথচ কৃষ্ণের ভেকে পুলিশের উর্দিতে রক্তের দাগ
সগর্বে গেয়ে ওঠে সারে জাহাসে আচ্ছা।
নিজেকে বড় অসহায় মনে হয়
যখন শাসনতন্ত্রের বন্দুকের ডগায় লটকানো গণতন্ত্র।
নিজের মাটিকে তাক করে
পিছন থেকে কোনো ভীরু লোভী শকুন চিত্কার করে ফায়ার।
লুটিয়ে পরে লাশ জালিয়ানওয়ালাবাগে আবার
আবার বারংবার রক্ত আর রক্ত।
সে কখনো বা নারী শরীরের মৃত শবে
কখনো সে শিক্ষা নামে বাড়তে থাকা বিজ্ঞাপনে।
আইনের জামা পরে শুয়ে থাকা বাজারী বেশ্যারা
শীত্কার করে বলে অর্ডার অর্ডার চুপ থাক
নাহলে ফুটোতে পুরে দেবো গোটা স্বাধীনতা।
এই দেশের বুক জুড়ে গভীর ক্ষত বাঘের আঁচড়
বাতাসে বাড়তে থাকা দুর্গন্ধ বাসি লাশ সব পরাধীনতা শুয়ে।
সাজানো বাজারে বিক্রি বাতাসে কোনো নিশ্বাস নেই
শুধূ বেঁচে থাকা সংস্কৃতির নির্মাণের নামে ভাদ্রের কুকুরের মিছিল।
এ দেশে বহুদিন আগুনের কোনো দেখা নেই
মৃত ইতিহাস মর্গের ভিতর বস্তা পচা লাশ।
No comments:
Post a Comment