Thursday, February 11, 2016

অযৌক্তিক অধিকারে

অযৌক্তিক অধিকারে
................. ঋষি
==================================================
আমাদের জানানো হয় নি অপেক্ষার অর্থটা
বাক্স বন্দী পৃথিবীর নুন্যতম বোধ যদি মাটি স্পর্শ করতো
তবে বোধ হয় কিছুটা বোধদয়  হতো।
না না নতুন কিছু না যুগের হওয়ার সময়ের সাথে চলা
আর সময় বজ্জাত রিপুর গলায়
ঈশ্বরের তাবিজের মতন।

ভদ্রলোকরা নোংরা হচ্ছে
এই কথা ভাবাটা নীতি সম্মত আইনত সভ্যতার চোখে।
কিন্তু ভদ্রলোকেরা ভদ্রতার মুখোশে নোংরা করছে
না প্লিস বলা যাবে না।
প্রতিবাদ এই সময়ের হাওয়া,,,,, সমার্থক মৃত্যুর সামিল।

শহরের কাছা হাতে নিয়ে
খালি পায়ে পিচের ওপর হাঁটাটা অযৌক্তিক।
লাঠি চার্জ ,কাঁদানো গ্যাস হাজার হ্যাপা আছে বস
তার থেকে আসুন
হামাগুড়ি দি সভ্যতার বুকে ঘষে চলা কেঁচোর দল।

আমাদের জানানো হয় নি অপেক্ষার অর্থটা
বরং আসুন একটু নোংরা করি ইতিহাসকে।
বউ ঠাকুরুনের হাট করা নিসঙ্গতায় আসুন কোঁপ মারি
কোঁপ মারি স্বপ্ন দেখা সম্বলে বেনু গোয়ালার গলি।
খবর রটছে সুরজিতের রাজকাহিনী হিট
কারণ সভ্যতা পর্দাতে ভালো লাগে।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...