Friday, February 26, 2016

অপেক্ষার শব্দ

অপেক্ষার শব্দ
........................... ঋষি
========================================
অপেক্ষার কোনো ঠিকানা হয় না
সমস্ত অবয়বে শুধু পথ চলা ইচ্ছাদের জটিল সঙ্গম।
সেই শুরু
তারপর আবার ,বারংবার সেই পদশব্দ।
জানতে ইচ্ছে হয়
আর কত দূরে ,আর কত।

অপেক্ষাকে ইগনোর করে দেখেছি
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ব্যস্ত চোখে রাস্তা দেখেছি।
কিছু বদলায় নি
সেই পথ সর্বদা অপেক্ষা।
আর অপেক্ষা সে যে শেষ না হওয়া পথ
দিনে রাতে।
সর্বক্ষণ  পাতার পর পাতা ,,সাদা পাতায়
কলমের আঁচর।
কিছু না সেও তো অপেক্ষা। ...
আরো  কোনো কবিতার প্রেমে তোমার আসার
তোমাকে জড়িয়ে বাঁচার।

অপেক্ষার ঠিকানা খুঁজতে বেড়িয়ে
ঘুরে এলাম মস্তিষ্কের অলিগলি পেড়োনো  তোর চৌকাঠ।
চৌকাঠ পেড়িয়ে ঘর
উল্টো দিকে বাইরে শেষ না হওয়া পথ।
আর পথের পাশে কোথাও আমি অপেক্ষা
পদশব্দ তোর। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...