Wednesday, February 10, 2016

তোর হাসিমুখ

তোর হাসিমুখ
................ ঋষি
====================================================
দরজা একটা রক্তের ভিতর ঢুকে
নিজেকে ডাকাত করে তুলছে।
খোলা দরজা তার পাশে পরে থাকা জড়তা
সত্যি বলছি বিশ্বাস কর।
তোকে আজ চকচকে, স্থির লাগছে
ইচ্ছেরা স্পর্শ আর ইচ্ছে করবে বলে ভালো লাগছে।

এই  যে এক দেশী হওয়া ভেসে বেড়াচ্ছে ফানুসের মতন স্বপ্ন বীজ
বীজ ছড়াচ্ছে ইচ্ছেদের দাওয়ায় পাখি বসছে।
পাখি সর্বস্ব জীবনে উড়তে চাওয়া নীল আকাশ
একশোবার বলতে চাইছে।
ভালো লাগছে রে সময়ের সাথে তোকে হাসতে দেখে
ভালো লাগছে রক্ত মাংস শরীরের মাঁচায় ফুল ফুটছে বলে।
বাঁচতে চাইছে ,হাসতে চাইছে
রজস্বলা সময়ের সাথে সন্ধি করে বীজ বুনছে আলাপন।
ছুঁতে ইচ্ছে করছে ঠোঁটের স্পর্ধা
আর ঠোঁট সে তো নোনতা জীবন।

কাল তোকে খুলতে পারছিলাম না ছিলিম দেওয়া সময়ের নেশায়
ঘোর লাগা আলজিভে লেগে যাচ্ছিল রক্তচোষা সভ্যতা।
আজ খোলা দরজা ,খোলা আকাশ
রক্তের পারদে থার্মোমিটার ফেল গভীর ওম।
বুঝতে পারছি আমি বেঁচে আছি
খোলা দরজার বাইরে তোর হাসি মুখ। 

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...