Tuesday, February 9, 2016

জীবন ফুরিয়ে যায়

জীবন ফুরিয়ে যায়
..................... ঋষি
==============================================
অনেকের সাথে দেখা হয় এক জীবনে
অনেকের ফাঁকে দেখা হয় এই জীবনে।
আবদার একটা থেকে যায়
রুপোলী পাল তোলা নৌকোর আড়ালে নোঙ্গর বাঁধা।
একটা স্বচ্ছ স্বপ্ন এক গ্লাস জল থেকে
নুন গোলা নিমগ্নতায়।

নতুন করে ভাবার সময় ছিল না সর্বত্র রাখা ফাটা স্যাক্সোফোন
নতুন রেডিও কেনার সম্বল না।
যেখান থেকে হালফিল আম্পায়ার হেলমেট পরে দাঁড়িয়ে
বলে দেবে শহরের রুট ম্যাপে  বাঁচার সময়।
যেখান থেকে চিত্কার করে বলে দেওয়া যাবে
সঠিক সময়।
বাউন্ডারির বাইরে উড়ে পড়া হৃদয়ের খোঁজে
আজীবন ঘোড়া দৌড়বে।
বেবাগ তেজে
আর শহর ঘুমিয়ে পড়বে ফুটোর ভিতর সস্তা বিছানায়।

অনেকের সাথে দেখা হয় এক জীবনে
অনেক জীবন শুকিয়ে যায় জীবনের পাতায়।
প্রতিটা পাতা যদি কবিতা হয়
তবে শুকনো জীবনগুলো অবিরত শহরের ব্যস্ততায়।
ক্লাস ওয়ানের শিশু পাঠ্য নামতা
জীবন ফুরিয়ে যায়।

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...