স্বস্তির সিম্বল
.............. ঋষি
================================================
এই ভাবে আগুন ধরুক বুকে
চলন্তিকা তোমার সর্বত্র সোনালী রঙের রৌদ্র জামা ঢাকা থাক।
পথের কালো গলে যাওয়া সময়ের কালো পিচে
চ্যাট চ্যাটে যন্ত্রণা কোনো স্বস্তির সিম্বল আঁকা থাক ।
সময় থেকে বলছি ,,,,শুনতে পারছো চলন্তিকা
চিত্কার মানুষের ,,,, বাঁচার ইচ্ছা রাখা থাক।
চলন্তিকা খুলতে থাকো রৌদ্র জামা
সবুজ বই মেলার উপর লেখা হোক সভ্যতা অন্য কোনো থিমে।
চলন্তিকা তুমি আলোর ঝরনা হও
ব্যস্ত তুমি ,তোমাকে ভালোবাসবো আবার অন্য কোনো দিনে।
বুনো হরিনের মতন তোমার চোখ
রাখা থাকা নোনতা দাগ কোনো অবুঝ সভ্যতা হারানোর শোক।
মানুষ বুঝুক নিজে তার জরুরী বাঁচা
মানুষ তার মনুষত্ব বোধ আরো জাগ্রত হোক।
এই কল্পনার সাথে চলন্তিকা তুমি হয়ে ওঠো সৃষ্টির আদিম কন্যা
তোমার গর্ভে চলন্তিকা সভ্যতা সৃষ্টিতে উন্মুখ।
এই ভাবে আগুন রাখো বুকে
চলন্তিকা তোমার সর্বত্র সভ্যতা পিপাসা থাক।
কেউ না বলে কৃত্রিম তুমি সাজে
তোমার ইতিহাস গর্বে রাঙানো থাক।
সবাই তোমায় নারীর মতন ভাবুক
সদা কল্যানে মানুষ বেঁচে থাক।
No comments:
Post a Comment