Wednesday, February 10, 2016

সভ্যতার পাঁচালি

সভ্যতার পাঁচালি
.................. ঋষি
===================================================
হাওয়া উড়ছে দরজা ,জানলা ,সময় ,সম্বন্ধ
সত্যজিত বাবুর পথের উপর দাঁড়িয়ে দূর্গা ফ্যাল ফ্যাল করে চেয়ে।
সাথে ছোটো ভাই ,,,,,,,রেল গাড়ি চলে যায়
যুগ থেকে যুগে ,,যুগের হওয়ার সাথে চলছে ,চলবে তাই।
রেল গাড়ি ঝমা ঝম ,,,,,ছুটছে সবাই
বাইরে বৃষ্টি তুমুল দূর্গা ভিজছে বেড়িয়ে আসছে ,,,গলছে মাটি।

হাড়গোর সম্বল মানুষের ২০৬ টা
আজকাল কোনো কাঠামো দাঁড় করাতে পারে না।
মেরুদন্ডের সাথে ঠেসান দিয়ে দাঁড়ানো মানুষ দেখছে চলচিত্র
পথের পাঁচালি।
পথই বটে সময়ের পথ জন্মান্তরের
ওই যে সর্বজয়ার চিত্কারে ভেসে আসছে সময়ের বিসর্জন।
দূর্গা আর বেঁচে নেই
আসলে এই দুর্গাদের বাঁচতে নেই ,,,সময়ের রীতি।
আসলে দুর্গার মৃত্যু একটা পরচিত ভিত প্রতিটা নারীর
একটা অভিশাপ জীবন এই সভ্যতায়।
আর একলা দাঁড়ানো অপু হয়তো
পথের পাঁচালির মানুষের বহবান সময়।

সমস্ত সত্বাদের সাথে সন্ধি করে অপু হাঁটছে আবার
সিনেমার শেষ পর্যায়।
এক নতুন জন্মকের পরিচয় দিতে নিজেকে আবিস্কার পিতারুপে
সভ্যতা দেখছে।
হরিহরের সংসারের শেষ ছবিটা দর্শকদের জন্য
মনে রাখবেন এটা সভ্যতার পাঁচালি।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...