Saturday, August 13, 2016

নির্ভরশীল শহর

নির্ভরশীল শহর
,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
=================================================

চোখের ভিতর জ্বালা করছে ভীষণ
রাতজাগা ক্লান্তির পর দেওয়াল ঢাকা এই অস্তিত্ব।
নির্ভরশীল এই শহরের প্রতিটা রাস্তায় এখন সকালের কোলাহল
মানুষ মিছিক করে ব্যস্ততায় নিজস্ব বাঁচায়।
রাস্তার পাশে সেই নেড়ি কুকুরটা দাঁড়িয়ে অনবরত ডাকছে
তার সদ্য বড় হওয়া সন্তান কাল থেকে লাপাতা।

সকলে ফিরে এসেছিল কাল
সোনাই আর ফেরে নি নিজের বাড়িতে।
এটা কোনো খবর না যে খবরের পাতা  ঢালাও  করে বলবে
কিংবা কোনো রসদ না যা মানুষ মনে রাখবে।
কিন্তু  সোনাইয়ের মা আজ ও  দাঁড়িয়ে থাকে আশার জানলা ধরে
তার দুচোখ জ্বালা করে ,জ্বালা করে অন্তর।
বাপ মরা একমাত্র  ছেলেকে নিজের হাতে মানুষ করেছে  তার মা
একমাত্র ভরসা পড়াশুনা শেষে শহরে চাকরি পেলো
কিন্তু একদিন ফিরলো না।
শোনা যায় সোনাই বিয়ে করে সংসার পেতেছে শহরে
অনেকে বোঝাবার চেষ্টা করেছে  আজকাল কার ছেলেপিলে এমনি হয়।
কিন্তু মায়ের মন বোঝে ,দিন কাটে ,রাত কাটে
কিন্তু মায়ের সময় থেমে  থাকে
আজ  একটা সরকারী চিঠি এসেছে সোনাইয়ের বাড়িতে।

চোখের ভিতর জ্বালা করছে ভীষণ
কাল সারা রাত জাগার পর সকালের দিকে সোনাইয়ের বডিটা বাড়ি এলো।
শোনা যায় অনেকদিন শবঘরে ছিল ,শহরের রাস্তায় একটা দুর্ঘটনা
নির্ভরশীল শহরের রাস্তায় হাজারো মানুষের স্বপ্ন।
রাস্তার পাশে নেড়িটার কাল তিন ,ছাড়তে ছোট ছোট বাচ্চা হয়েছে
নেড়িটা চেটে চেটে পরিষ্কার করছে স্বপ্ন। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...