নেহাত ভারতীয়
................ ঋষি
===========================================
পতাকায় পতাকায় ভেসে গেলো একটা দিন
চলন্তিকা এই শহরে স্বাধীনতা পণ্য।
আর তারসাথে পতাকার রং গেরুয়া ,সাদা ,সবুজ
সবটাই সাজানো মনে হয়।
আমি মিথ্যে আশ্রয় নিতে পারি নি
তাইতো আমার মতো কেউ কেউ আজ গৃহবন্দী নিজের সাথে।
.
সমস্ত মিডিয়ায় ,সমস্ত দেশের আবরণে
আজ মনে হচ্ছে সবটাই নষ্টামী।
অজ সন্ধ্যে নামছে শহরের প্রতিটা অলিতে গলিতে পতাকা সাক্ষী রেখে
মাইকের আওয়াজে কান পাতা দায়।
শুনতে পারছো স্বর্ণ কণ্ঠ এ মেরে ব্যাতন কে লোগো ,যারা ইয়াদ করো কুরবানী
চলন্তিকা আজ কুরবানী ইয়াদ করার সময় কই ?
নেতাজী,ক্ষুদিরাম ,ভগৎ সিংহ কে সাক্ষী রেখে
আজ দেশে একটা ছুটির দিন, আর ভাগ্যক্রমে সেটা সোমবার ।
সরকারি কর্মচারীরা লম্বা উইক এন্ডে প্রমোদে ব্যস্ত
আর সাধারণ মানুষ যারা সংসারী তার সংসার করতে।
দেশের পতাকা হাতে নিয়ে একদল আলোচনায় ব্যস্ত
রাতের পার্টিতে কি মেনু হবে আর কি মদ।
.
পতাকায় পতাকায় ভেসে যাওয়া একটা দিন
যার রং আজও রক্তের মতো লাল মানুষ পরিচয়ে।
এটা কোনো ছুটির দিন হতে পারে না ,এটা কোনো আনন্দের দিন নয়
এই দিন স্মরণ করার শহীদকে ,এই দিন নেহাত ভারতীয়।
ভারতের গত সত্তর বছরের ইতিহাস
আগামীর সন্তানকে বোঝানোর, যে এটা ভারতবর্ষ ,তোমার দেশ।
................ ঋষি
===========================================
পতাকায় পতাকায় ভেসে গেলো একটা দিন
চলন্তিকা এই শহরে স্বাধীনতা পণ্য।
আর তারসাথে পতাকার রং গেরুয়া ,সাদা ,সবুজ
সবটাই সাজানো মনে হয়।
আমি মিথ্যে আশ্রয় নিতে পারি নি
তাইতো আমার মতো কেউ কেউ আজ গৃহবন্দী নিজের সাথে।
.
সমস্ত মিডিয়ায় ,সমস্ত দেশের আবরণে
আজ মনে হচ্ছে সবটাই নষ্টামী।
অজ সন্ধ্যে নামছে শহরের প্রতিটা অলিতে গলিতে পতাকা সাক্ষী রেখে
মাইকের আওয়াজে কান পাতা দায়।
শুনতে পারছো স্বর্ণ কণ্ঠ এ মেরে ব্যাতন কে লোগো ,যারা ইয়াদ করো কুরবানী
চলন্তিকা আজ কুরবানী ইয়াদ করার সময় কই ?
নেতাজী,ক্ষুদিরাম ,ভগৎ সিংহ কে সাক্ষী রেখে
আজ দেশে একটা ছুটির দিন, আর ভাগ্যক্রমে সেটা সোমবার ।
সরকারি কর্মচারীরা লম্বা উইক এন্ডে প্রমোদে ব্যস্ত
আর সাধারণ মানুষ যারা সংসারী তার সংসার করতে।
দেশের পতাকা হাতে নিয়ে একদল আলোচনায় ব্যস্ত
রাতের পার্টিতে কি মেনু হবে আর কি মদ।
.
পতাকায় পতাকায় ভেসে যাওয়া একটা দিন
যার রং আজও রক্তের মতো লাল মানুষ পরিচয়ে।
এটা কোনো ছুটির দিন হতে পারে না ,এটা কোনো আনন্দের দিন নয়
এই দিন স্মরণ করার শহীদকে ,এই দিন নেহাত ভারতীয়।
ভারতের গত সত্তর বছরের ইতিহাস
আগামীর সন্তানকে বোঝানোর, যে এটা ভারতবর্ষ ,তোমার দেশ।
No comments:
Post a Comment