Wednesday, August 10, 2016

ছায়ার লিরিক

ছায়ার লিরিক
.......... ঋষি
==============================================
আর কতদিন
বিগত বৃক্ষ ঝরে পড়া প্রশংসার পাতা
আর কতকাল
নবীন উচ্চারণে তুমি ঢাকা পড়া স্মৃতি সৌধ
জমা রাত বাকি
কিছু কথা চুপিচুপি ফিসফাস বলা ছিল বাকি

ভয়
খেলার  বিভ্রমে জমতে থাকা বৃষ্টির ফোঁটা সবুজ কচি পাতা।
দৃষ্টি হারানোর আগে দৃষ্টি ভ্রম
ইতিউতি চাওয়া ,অনেকটা না পাওয়া।
তবু বাঁচা ছিল সাথী
যেটুকু মেঘের সঞ্চয় ছিল তা লুকোনো আড়ালের আকাশ।
এই ভাবে গল্প আসে
চলে আসে এক প্রত্যন্তে মেঘ।
তারপর বৃষ্টি
একহাঁটু জল
ভিজে যাওয়া সকালে ,হৃদয়ের হলাহল।

ছায়ার লিরিক থেকে গড়িয়ে নামা জল
আত্মার ঝুড়ি ,,কোনো অসমাপ্ত ক্রিয়ার স্খলিত গান্ধার।
যদিও প্রহরক্ষন গোটানো চাবুক
লুকিয়ে থাকা আঘাতে জীবনের যোগফল
কিছু কথা চুপিচুপি ফিসফাস বলা ছিল বাকি।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...