Sunday, August 14, 2016

আর এই সীমান্ত


আর এই সীমান্ত
............... ঋষি
--------------------------------------------------------------------------
হাত বাড়িয়ে দূরে নদীর ওপারে দেখালো শিশু কন্যা
ওটা জায়গাটা  কি বাবা ?আমি যাবো ,
বাবা বললেন ওটা বাংলাদেশ মা  ,ওপারে যেতে নেই।
মেয়েটি প্রশ্ন করলো কেন ?
উত্তরে বাবা বললেন ভারতবর্ষ আমাদের দেশ
শিশু কন্যা বললো ,তবে বাংলাদেশ ?
.
উত্তর দেওয়ার কিছু ছিল না
আসলে লজ্জিত হওয়া ছাড়া উত্তর দেবার কিছু থাকে না।
আমরা ভারতবাসী ,এটা বোধহয় একটা আলাদা  ধর্ম নয় , একটা জাত
আর ওটা বাংলাদেশ ,ওটা কোনো দেশ নয় বোধহয় আলাদা পৃথিবী।
প্রশ্ন ছিল?
প্রশ্ন আছে ?
প্রশ্ন থাকবে ?
আগামী সকালগুলোতে আজকের ১৫ই আগস্ট বারংবার ফিরে আসবে।
কিন্তু একটা সম্পূর্ণতা ,একটা ভাতৃত্ব ,এক মনুষত্ব
দাম নেই না।
" ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি "।।
সব মিথ্যা ,সব মিথ্যা আজকের দিনে।

.

শহরতলিতে কোনো এক যুবক তার প্রেমিকার হাত ছুঁয়ে গেয়ে উঠলো
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে,আছো তুমি ..........।
বাহ্ কি সুন্দর লাইনটা, প্রেমিকা বললো কার লেখা ?
আরে জানো না রুদ্রের লেখা ,বাংলাদেশি কবি।
প্রশ্ন একটা থেকেই যায় , দুটি দেশের জাতীয়সংগীত যদি রবিঠাকুরের হয়
তবে রুদ্র কেন ভারতের কবি নয় ?আর এই সীমান্ত ?

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...