অমরত্ব
............... ঋষি
===================================================
ভালো রাখতে পারিস নি
প্রতিটা কবিতার পাতা জুড়ে চলন্তিকা এক আকুতি।
হাজারো কবির বুকে এক যন্ত্রনা
সে কখনো নীরা ,কখনো আকাশলীনা ,কখনো বনলতা,কখনো বা চলন্তিকা।
কেউ কখনো ভালো থাকে নি
শুধু কবির বুকে নিজস্ব ভঙ্গিমায় হেঁটে চলে গেছে সময়।
সকলেই সময় লিখে গেছে
সকলেই মানুষ লিখে গেছে আর লিখছে।
কিন্তু ঈশ্বর ?
না তাকে কেউ কখনো ছুঁতে পারে নি ,না লিখতে।
মনে মনে শুধু ভেবেছে হে সময় তুমি ঈশ্বররূপে নিজেকে সংযত করো
হে সময় তুমি আদর্শ হয়ে কৃপা বৃষ্টি করো।
কিংবা হে সময় তুমি প্রেম হয়ে স্পর্শের কবিতা লেখো
সকলেই অমর হতে চেয়েছে নিজের নিজের সৃষ্টিতে।
কেউ কেউ অমর হয়ে গেছে
কিন্তু অমরত্ব সত্যি কি শুধু ঈশ্বরেরি প্রাপ্য।
ভালো রাখতে পারিস নি
তোর শেষ কবিতার লাইনে চলন্তিকা একটা যন্ত্রনা ধরা।
এটা মানি আমি প্রতিটা সৃষ্টির একটা যন্ত্রনা থাকে মাতৃত্বের
কিন্তু তারপর যে সৃষ্টি হাসে ,ভালোবেসে বাঁচে।
আমিও তো বেঁচে চলন্তিকা তোকে জুড়ে
তোর কবিতায় আর তোর বেঁচে থাকায়।
............... ঋষি
===================================================
ভালো রাখতে পারিস নি
প্রতিটা কবিতার পাতা জুড়ে চলন্তিকা এক আকুতি।
হাজারো কবির বুকে এক যন্ত্রনা
সে কখনো নীরা ,কখনো আকাশলীনা ,কখনো বনলতা,কখনো বা চলন্তিকা।
কেউ কখনো ভালো থাকে নি
শুধু কবির বুকে নিজস্ব ভঙ্গিমায় হেঁটে চলে গেছে সময়।
সকলেই সময় লিখে গেছে
সকলেই মানুষ লিখে গেছে আর লিখছে।
কিন্তু ঈশ্বর ?
না তাকে কেউ কখনো ছুঁতে পারে নি ,না লিখতে।
মনে মনে শুধু ভেবেছে হে সময় তুমি ঈশ্বররূপে নিজেকে সংযত করো
হে সময় তুমি আদর্শ হয়ে কৃপা বৃষ্টি করো।
কিংবা হে সময় তুমি প্রেম হয়ে স্পর্শের কবিতা লেখো
সকলেই অমর হতে চেয়েছে নিজের নিজের সৃষ্টিতে।
কেউ কেউ অমর হয়ে গেছে
কিন্তু অমরত্ব সত্যি কি শুধু ঈশ্বরেরি প্রাপ্য।
ভালো রাখতে পারিস নি
তোর শেষ কবিতার লাইনে চলন্তিকা একটা যন্ত্রনা ধরা।
এটা মানি আমি প্রতিটা সৃষ্টির একটা যন্ত্রনা থাকে মাতৃত্বের
কিন্তু তারপর যে সৃষ্টি হাসে ,ভালোবেসে বাঁচে।
আমিও তো বেঁচে চলন্তিকা তোকে জুড়ে
তোর কবিতায় আর তোর বেঁচে থাকায়।
No comments:
Post a Comment