Tuesday, August 9, 2016

তবু ভালো আছি

তবু ভালো আছি
......... ঋষি
===================================================
অগোছালো সময়ের পরে
পরে থাকে পুনর্মিলনের বিপ্লবী সুর।
প্রতিটা বিপ্লবের মননে গেঁথে যায় মালা ধ্বংস
নিজেকে ধ্বংস করতে হয়।
নিজের সাথে দিনরাত অ্যাকঘেঁয়ে কথা কাটাকাটিতে
আর এঁটে উঠতে পারা যায় না।

হাসি পাই ,হাসি
নিজের বিশ্বাসঘাতক অঙ্গপ্রতঙ্গের চলনে স্বাভাবিক জীবিত বাহানা।
কান্নাগুলো একসাথে জড়ো করে বেঁধে ফেলি বস্তায়
কিংবা ভাসিয়ে দিয়ে আসি একা নির্জন প্রাঙ্গনে।
গঙ্গার ফেরি ঘাটে সাঁতার কাটি
বাঁচতে চাই তাই।
অনেক্ষন সাঁতার কাটার পর চিৎ হয়ে শুয়ে আকাশের দিকে তাকায়
এত নিশ্বাস এখানে ,এটা বাহানা বাঁচার।
সবটাই চেনা ফর্মে উঠে আসা নিত্য বডি স্প্রের গন্ধ
নতুন বডি স্প্রে কিনে মানুষের মতো চেষ্টা বাঁচার ।

অগোছল সময়ের মতো
ক্যানভাসে আনমনে এঁকে চলা জীবনের পথে।
নিত্য সঙ্গী কাঁটা ,পায়ে ফোঁটা
পিছনে ফেলে আসা পায়ের ছাপ ফিরে আসে স্মৃতি নামে জংলী ইচ্ছাতে।
আর প্রতিদিন ঝগড়া জমে যায় নিজের সাথে
মুখোশের আড়ালে লুকিয়ে ,তবু ভালো আছি।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...