Sunday, August 7, 2016

চায়ের দোকান

চায়ের দোকান
.................. ঋষি
=================================================
বাইরে তুমুল বৃষ্টি
বাইপাসের ধারে একটা ঝুঁপড়িতে চায়ের কাপে
দাঁড়িয়ে আছি।
আর অবাক হয়ে অনুভব করছি চা ব্যাটা কতটা কমুনিস্ট
ঝাল মুড়ি আর তেলেভাজা বড়ো ম্যার ম্যারে মশাই
সারা দেশ এখন জানি চায়ের দোকান।

অবাক  হয়ে শুনি
মৌলবাদীদের গুনকীর্তন ,তাদের প্ল্যান কি আগামী ?
ঠিক কোথায় এরপর আগুন লাগলো
আগুন লাগলো শুনে পাশের টেবিলে কেউ একজন একমনে বলছে
উফস শালা বৃষ্টি ,আজ বাড়িতে হবে।
কি সহজে এই চায়ের দোকানে কত সম্পর্ক ন্যাংটো দাঁড়িয়ে
কার পেটে কি আছে ,,ছেলে না মেয়ে।
বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি সিলেবাস কমতে কমতে বাংলায় আসে ঠেকলো
আমি আরো অবাক হচ্ছি
আমার কবিতারা তখন বাইরে বৃষ্টি দেখছে
আর দেশ চায়ের দোকানে দুচারজন।

বাইরে তুমুল বৃষ্টি
বাইপাসের ধারে কজন পেড়িয়ে এসেছে আজকের সময়।
অনেকে উপস্থিত
একজন আবার বাউলের সুরে সুর মেলালো।
আজ দাঁড়ানো যাচ্ছে না মশাই
আজ বৃষ্টি ভিজে বাড়ি ফিরতে হবে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...