Tuesday, August 9, 2016

নিরাময়

নিরাময়
.................. ঋষি
===============================================
নিরাময় নিরাময় করে চিৎকার করে
পার্কসার্কাসের পাশে সেই মেয়েটা গোলাপ বিক্রি করে
নিরাময় চায়।
বেন্টিকস্ট্রিতে সেই মেয়েটা লাল শাড়ি পরে ,চোখে কাজল লাগিয়ে
আজও দাঁড়ায়।
দাঁড়ায় সময় সামরিক প্রাঙ্গনে যুদ্ধ ফেরৎ প্রতিশ্রুতির সাথে
প্রতিটা ক্ষত গভীরে নিরাময় চায়।

শহরের শেষ ফেস্টুনটা বাড়তে বাড়তে আজ বিজ্ঞাপনী হয়ে গেলো
কালো রোলসরয়েডে ভদ্রলোক আজকাল সুখী নয়।
সুখী নয় সদ্য বিয়ে হওয়া যুবতীর মন
তার পুরোনো প্রেমিকা আজ চিঠি লেখে ,আছে অপেক্ষায়।
শহরের এক হাঁটু জলে দাঁড়িয়ে সাহিত্য নাকানি চোবানি খায়
কিছু প্রৌঢ় সাহিত্য প্রধান নাক সিঁটকে বলে
লিখেছে ভালো ,তবু এখনো পরিণত হওয়া দরকার।
ঈশ্বর সারাক্ষন সাদা ফর্মে টিক দিয়ে
উপস্থিতি জানান দেন  ,,,,,তিনি জীবিত।
আমার তোমার মতো মৃত মনে।

নিরাময় নিরাময় করে চিৎকার করে মানুষ
মানুষের ক্ষতের বাড়তে থাকা পুঁজ ,রক্ত সব নিজের কাছে প্রীতি।
নিরাময় চায়
চলে আসুন টিকি বাবার কাছে ১০০ পার্সেন্ট বুলেট প্রুফ সলুশনে।
তবু বুলেট বুকে ঢুকে যায় ,,,
মানুষের পবিত্র গর্ভে বিস্ফোরণ হয় নিয়মিত
ছিটকে পরে মৃত শরীর ,,যারা এতক্ষন জীবিত ছিল।


No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...