Thursday, August 18, 2016

মানুষের দুর্বোধ্যতা

মানুষের দুর্বোধ্যতা
...... ঋষি
==================================================

সাবধানে থাকিস
দিন ভোর ,সময় রাত ,একটা সম্পূর্ণ দেশ
টুকরো করে শহর ,গ্রাম ,আরো হাজারো টুকরো অলিগলি
সম্পূর্ণতার মোড়কে মানুষ সাবধান
ভাঙতে ভাঙতে ,গড়তে গড়তে মাকড়সার  জাল
আর আমরা সকলে খাদ্য

ভবা পাগলার ঘুম ভাঙলো
অবাক চোখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার।
মা ,মা
কে মা ?
আশপাশ দিয়ে সকলে হেঁটে চলে যাচ্ছে এই সময়
ছেঁড়া ময়লা জামা ,এক গাল দাঁড়ি ,প্রায় অর্ধনগ্ন মানুষটা পৃথিবীর কাছে অপরিচিত।
আর পরিচিত যারা তারা কি মানুষ ?
ভবা পাগলা মাকে খুঁজছে ঈশ্বরের মন্দিরে ,মসজিদের দরজায় ,গির্জার মোমে
না মা নেই ,মা হারিয়ে গেছে মানুষের দুর্বোধ্যতার।

সাবধানে থাকিস
ভবা পাগলা চিৎকার করছে মানুষের উদ্দেশ্যে।
সামনে দিয়ে হেঁটে যাচ্ছে হাজারো অলিগলি ,গ্রাম ,শহ
আর একটা সম্পূর্ণ দেশ।
ক্রমশ মাকড়সার জাল ছড়িয়ে পড়ছে মানুষের অন্তরে
মানুষ আজ মানুষের খাদ্য।  

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...