অন্ধকার শহর
........... ঋষি
==============================================
হাতির পাল ভেঙে চলেছে পাহাড়ি জ্যোৎস্ন্যা
ক্রমশ সবুজ পেড়িয়ে শহরের সঙ্গম।
পেন্সিলের নিবে ঘষে চলেছি একমনে হাতির পা
শহর আঁকতে গেলে কৃত্রিমতা দরকার।
কিন্তু আলো জ্বলছে সবুজে
শহর অন্ধকার।
চলন্তিকা এই সব ক্যানভাস শুধু তোমার মনে আঁকা
ছোঁয়া লাগে।
কেঁপে উঠতে থাকে শ্রাবনের তুমুল ঝাপ্টা
শ্রাবন তো তোমার নাম চলন্তিকা।
কোনো প্রকৃতির বয়ে যাওয়া জলতরঙ্গে তুমি স্নান করতে নামলে
তোমার সরে যাওয়া বুকের কাপড়ে আলোড়ন ঢাকা।
আবার শহর হয়ে যাচ্ছে সব
এই ছবিতে আমি হৃদয় আঁকতে চাই।
কোনো লিপস্টিক ছাড়া ঠোঁট চলন্তিকা
আমাকে কাছে ডাকছে।
চলন্তিকা ভালো লাগছে তোমার শরীরে শ্রাবনের ধারা
আর শ্রাবনের মেঘের মতো মনের ইচ্ছা।
পেন্সিলের নিবটা ঘষে যাচ্ছে ক্রমশ ডার্ক থেকে আরো অন্ধকার
আমি শহরে বসে চলন্তিকা।
কোনোদিন কি তুমি সবুজ হবে না
কিংবা আমি সবুজ শহর।
........... ঋষি
==============================================
হাতির পাল ভেঙে চলেছে পাহাড়ি জ্যোৎস্ন্যা
ক্রমশ সবুজ পেড়িয়ে শহরের সঙ্গম।
পেন্সিলের নিবে ঘষে চলেছি একমনে হাতির পা
শহর আঁকতে গেলে কৃত্রিমতা দরকার।
কিন্তু আলো জ্বলছে সবুজে
শহর অন্ধকার।
চলন্তিকা এই সব ক্যানভাস শুধু তোমার মনে আঁকা
ছোঁয়া লাগে।
কেঁপে উঠতে থাকে শ্রাবনের তুমুল ঝাপ্টা
শ্রাবন তো তোমার নাম চলন্তিকা।
কোনো প্রকৃতির বয়ে যাওয়া জলতরঙ্গে তুমি স্নান করতে নামলে
তোমার সরে যাওয়া বুকের কাপড়ে আলোড়ন ঢাকা।
আবার শহর হয়ে যাচ্ছে সব
এই ছবিতে আমি হৃদয় আঁকতে চাই।
কোনো লিপস্টিক ছাড়া ঠোঁট চলন্তিকা
আমাকে কাছে ডাকছে।
চলন্তিকা ভালো লাগছে তোমার শরীরে শ্রাবনের ধারা
আর শ্রাবনের মেঘের মতো মনের ইচ্ছা।
পেন্সিলের নিবটা ঘষে যাচ্ছে ক্রমশ ডার্ক থেকে আরো অন্ধকার
আমি শহরে বসে চলন্তিকা।
কোনোদিন কি তুমি সবুজ হবে না
কিংবা আমি সবুজ শহর।
No comments:
Post a Comment