Thursday, August 25, 2016

সমস্ত চেনা

সমস্ত চেনা
................. ঋষি
=========================================
সমস্ত চেনা গুলো আয়নায় দাঁড়িয়ে দেখা
হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে।
আকাশ ছুঁতে চেয়ে চাতক হয়ে থাকা
তারপর রবিঠাকুরকে স্পর্শে কাদম্বরী একা।
কেন বারংবার। ..... ?

এই সব কবিতায় ছুঁয়ে লেখা যায়
সত্যি কি আয়নায় তোকে ছোঁয়া যায় আদুরে  মেঘে।
নির্ভীক ক্লিভেজের মেঘ ভেঙে
বৃষ্টি যখন তোর দোয়ার ছুঁয়ে আরো গভীর হয়।
যখন আরো হাতছানি
তোর চোখে কাজলে লুকিয়ে ফেরে অনেককিছু না বলার মতো।
তখন আমি বুঝি
তুই ছুঁয়ে নামবি বলে আকাশের মেঘ।
আমাকে ভেজাবি বলে
এক হাঁটু জল শহরের রাস্তায় দাঁড়িয়ে একা।

সমস্ত চেনা গুলো দরজা বন্ধ করে একা রাখা
সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো।
আকাশ ছুঁতে চেয়ে শুধু বৃষ্টিতে ভেজা
তারপর রবিঠাকুরের স্পর্শে কাদম্বরী আকাশে থাকা।
কেন বারংবার। ...... ?

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...