বর্ষার বৃষ্টি
.............. ঋষি
=============================================
তোমার উঠোনে ছড়িয়ে ছিটিয়ে
বর্ষার রোদ
ঠিক আমার ইচ্ছারা আগামীর দাবি নিয়ে কুইকমার্চে।
সত্যি বলতে কি ?বর্ষার বৃষ্টি অনিয়ন্ত্রিত
কিন্তু বর্ষা কাল। তাই বৃষ্টি হওয়া স্বাভাবিক।
বৃষ্টি হবে উঠোন জুড়ে
আর নদীর মোহনায় বাস করা জন বসতি ভেসে যাবে।
বৃষ্টি বড় প্রেম নির্ভর
ঠিক তোমার বারান্দা থেকে বাড়ানো হাতে দু এক ফোঁটা ছিঁটে।
এখন আমাকে বলতে পারো ভাবনাকে প্রশ্রয় না দেওয়া ভালো
কিন্তু তুমি কি জানো ভাবনার কোনো সিস্টেম নেই।
ঠিক বর্ষার বৃষ্টি
আর উঠোনে ভিজে যায় কোনায় জমে থাকা জল।
জনবসতি ভেসে যাক
কিন্তু সবুজ হয়ে ফিরে আসবে এই আশায়
আমার চোখ মেঘের ঘরে
তোমার উঠোনে ছড়িয়ে ছিটিয়ে
ভালোবাসার রোদ।
কোনো মরিয়া বাঁচতে চাওয়া চাতক আকাশের দিকে তাকিয়ে
আনমনে বলে উঠি
আয় বৃষ্টি ঝেঁপে ,জীবন দেবো মেপে।
.............. ঋষি
=============================================
তোমার উঠোনে ছড়িয়ে ছিটিয়ে
বর্ষার রোদ
ঠিক আমার ইচ্ছারা আগামীর দাবি নিয়ে কুইকমার্চে।
সত্যি বলতে কি ?বর্ষার বৃষ্টি অনিয়ন্ত্রিত
কিন্তু বর্ষা কাল। তাই বৃষ্টি হওয়া স্বাভাবিক।
বৃষ্টি হবে উঠোন জুড়ে
আর নদীর মোহনায় বাস করা জন বসতি ভেসে যাবে।
বৃষ্টি বড় প্রেম নির্ভর
ঠিক তোমার বারান্দা থেকে বাড়ানো হাতে দু এক ফোঁটা ছিঁটে।
এখন আমাকে বলতে পারো ভাবনাকে প্রশ্রয় না দেওয়া ভালো
কিন্তু তুমি কি জানো ভাবনার কোনো সিস্টেম নেই।
ঠিক বর্ষার বৃষ্টি
আর উঠোনে ভিজে যায় কোনায় জমে থাকা জল।
জনবসতি ভেসে যাক
কিন্তু সবুজ হয়ে ফিরে আসবে এই আশায়
আমার চোখ মেঘের ঘরে
তোমার উঠোনে ছড়িয়ে ছিটিয়ে
ভালোবাসার রোদ।
কোনো মরিয়া বাঁচতে চাওয়া চাতক আকাশের দিকে তাকিয়ে
আনমনে বলে উঠি
আয় বৃষ্টি ঝেঁপে ,জীবন দেবো মেপে।
No comments:
Post a Comment