ভালোবাসার লজ্জা
.................. ঋষি
=============================================
ভালোবাসা বংশ বিস্তার করতে করতে
স্ত্রী ,পুত্র ,নাতিপুতি নিয়ে পেল্লায় এখন সময়ের হাওয়ায়।
ভালোবাসা থাকা না থাকাটা নাকি আজ স্ট্যাটাসের মত
তার আবার নামকরণ বয় ফ্রেন্ড আর গার্ল।
এত বুঝি না মশাই
এটা বুঝি আজকাল সকাল সন্ধ্যে সকলের ভালোবাসা পায়।
.
পার্কস্ট্রিট দিয়ে হাঁটছি সেদিন
অবাক হলাম এক রঙিন যুবক ,যুবতী চুইংগামের মত সেঁটে
এটা নাকি ভালোবাসা।
ভালোবাসা দরিদ্র হলে যে রাস্তায় ঘুরে বেড়ায়
কিংবা কোনো ফাইভস্টারে ডিনার করে শহরের রাত্রি বেলায়।
ডিনারে মেনু হরেক
ভালোবাসা পেলে নাকি মানুষের আগে শরীর পায়।
অবাক হলাম মশাই
সেদিন ভিড় বাসে এক বুড়ো ভদ্রলোক ভালোবেসে হাত বাড়ায়
হর্ন বাজায় তারপর ভালোবাসা চেপে ধরে।
সামনে দাঁড়ানো মেয়েটা ভালোবাসায় লাল হয়ে যায়
তারপর চিৎকার
কি দিনকাল ভালোবেসে মানুষ এইভাবে নিলজ্জ হয়ে যায়।
.
ভালোবাসা বংশ বিস্তার করছে সময়ের হাওয়ায়
ভালোবাসা বলাৎকার করে ,ভালোবাসা ভালোবেসে অ্যাসিড ছড়ায়
তারপর প্রতিটা খবরের পাতা সুসময় হয়ে যায় ।
তারপর আবার ভালোবাসার দিন ,চুমুর দিন ,চকোলেটের দিন
এত বুঝি না মশাই
এই ভালোবাসা দেখে আজকাল আমার লজ্জা পায়।
No comments:
Post a Comment