এক কাপ চা
................... ঋষি
============================================
এক কাপ চা
বিকেলের ঘুমিয়ে পড়া সূর্যের সাথে।
নেশা কমে যায়
ঠিক দিনের ফুরিয়ে যাওয়া আলো আর প্রতি রাতে।
দিন প্রতিদিন বাড়তে থাকা সময় তন্ত্র
হাতে খালি চায়ের কাপ আর উষ্ণতা লেগে জিভে।
এই ভেবে জিভের সাথে
ছাঁকনি ছাঁকা চেনা অভ্যেস অতি প্রিয় বিকেলের আলো।
প্রিয় যদি পরিচিত হয় সেটা নেশা
আর অপরিচিত নেশা মানুষের ভালোবাসা।
জানিস তো
এক কাপ চায়ে শুধু তোমাকে চায়।
আর তারপর প্রতিদিন নিয়মিত অভ্যেস
এক কাপ চা।
আর সেই বিকেলে ইচ্ছেদের জুড়ি মেলা ভার
যদি ঠোঁটে আমার অভ্যেস বিকেলের ঠোঁট।
এক কাপ চা
আরেকটু পরে সূর্যের দরকার পরে চার দেওয়ালে।
চারিদিকে জোনাকিরা সূর্য নয়
আর চা শুধু গরম নয় যদি প্রিয় ফ্লেবারের হয়।
নিশ্চিন্তে লেগে যায় ঠোঁট
বাহ্ ,,উফফস এক কাপ গরম চা।
................... ঋষি
============================================
এক কাপ চা
বিকেলের ঘুমিয়ে পড়া সূর্যের সাথে।
নেশা কমে যায়
ঠিক দিনের ফুরিয়ে যাওয়া আলো আর প্রতি রাতে।
দিন প্রতিদিন বাড়তে থাকা সময় তন্ত্র
হাতে খালি চায়ের কাপ আর উষ্ণতা লেগে জিভে।
এই ভেবে জিভের সাথে
ছাঁকনি ছাঁকা চেনা অভ্যেস অতি প্রিয় বিকেলের আলো।
প্রিয় যদি পরিচিত হয় সেটা নেশা
আর অপরিচিত নেশা মানুষের ভালোবাসা।
জানিস তো
এক কাপ চায়ে শুধু তোমাকে চায়।
আর তারপর প্রতিদিন নিয়মিত অভ্যেস
এক কাপ চা।
আর সেই বিকেলে ইচ্ছেদের জুড়ি মেলা ভার
যদি ঠোঁটে আমার অভ্যেস বিকেলের ঠোঁট।
এক কাপ চা
আরেকটু পরে সূর্যের দরকার পরে চার দেওয়ালে।
চারিদিকে জোনাকিরা সূর্য নয়
আর চা শুধু গরম নয় যদি প্রিয় ফ্লেবারের হয়।
নিশ্চিন্তে লেগে যায় ঠোঁট
বাহ্ ,,উফফস এক কাপ গরম চা।
আমি কি এই কবিতাটা শেয়ার করতে পারি??
ReplyDelete