Thursday, August 4, 2016

সেই ছেলেটা

সেই ছেলেটা
.............. ঋষি
========================================
ভালোবাসা চাই
ভিখিরীর মতো সেই ছেলেটা দাঁড়িয়ে জন্মের দরজায়।
ইতিহাস খুলে মন্দির মসজিদে আজ শুধু আপেক্ষিকতা
পৃথিবীর আবর্তনের সাথে।
এক একটা দিন ভোলবদল করে মানুষের মনে
সেই ছেলেটা আজও মানুষ হতে পারলো না।

কবিতার গড়িয়ে নাম রক্ত
যখন অলিন্দের খামে ছোট ছোট  আনন্দ তৈরী  করে।
তখন ছেলেটা হাসে বাচ্চাদের মতো
হাত বাড়িয়ে খুঁজতে চায় প্রিয় ওম।
কবিতার সাথে যদি কোনো দুঃখ হৃদয় স্পর্শ করে
সেই ছেলেটা কাঁদে।
হাত বাড়ায় আবার খুঁজতে থাকে স্পর্শ বাঁচার তাগিদে
সে তো এখনো বড় হলো না।
শুধু সময় চলে গেছে
পাতার পর পাতা শুধু হৃদয়ের আলাপন
সেই ছেলেটা নিজেকে খুঁজে গেছে।

ভালোবাসা চাই
না এই ভালোবাসা কোনো শরীর কিংবা রিপু ঘটিত নয়।
এই হলো অধিকার ,এই হলো পরিচয়ের
যে মাটিতে বুক ফুলিয়ে ছেলেটা বলে তুমি আমার।
এই আমার মধ্যে কোথাও ছেলেটা
হয়তো নিজেকে খোঁজে পাগলের মতো। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...