Wednesday, August 3, 2016

ঘর ভর্তি সংসার

ঘর ভর্তি সংসার
.............. ঋষি
==============================================
শেষ দাগটা টেনে দিলি
চিঠিপত্র ,আদর সহ বিছানা বালিশ, আর এই শ্রাবন।
যখন তখন মধ্যবিত্ত বলে গালাগাল দিবি
যখন তখন  কোলের ছেলেটাকে মাটিতে শুয়ে বৃষ্টি ভিজবি।
কি তুই
কোনো দস্যি রাজকন্যার স্বপ্নে বিভোর।

বাইরের দেওয়াল থেকে নেশার পেগে লেগে আছে চোখ
বিশাল কোনো ঝিলে ছোঁ মেরে নেমে আসে মাছ রাঙা।
মাছ ধরবি
এই ঝিলের গভীরতায় সাগর শুয়ে আছে।
শব্দ শুনছিস
গভীর কোনো আলিঙ্গনে তোর বুকের ছোঁয়ায় বিস্ফোরণ।
ইচ্ছা জাগা শহরটাকে রাত্রি করে দি
আর তোকে আদর করে উত্তমের লিপে গেয়ে উঠি
দেখুক পাড়া পড়সিতে ,কেমন মাছ ধরেছি ........
রুপোলি কোমড়,ছিপছিপে আদর ছোঁয়া উষ্ণতা
যেখানে অন্ধকারে আমার চোখ।

শেষ দাগটা টেনে দিলি
বাস্তবের ওমে শুয়ে স্বপ্নের নীল শহরে আজ আতঙ্ক।
যখন তখন মধ্যবিত্ত বলে গালাগাল দিবি
আর শহরের বৃষ্টিতে হাঁটু জলে একলা দাঁড়াবি।
কি তুই
বাড়িতে তোর ঘর ভর্তি সংসার।





No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...