Thursday, August 18, 2016

বৃষ্টি এলো না

বৃষ্টি এলো না
................  ঋষি
=============================================

অনেকগুলো সম্ভাবনা ছিল বৃষ্টি আসার
তবু বৃষ্টি এলো না চলন্তিকা।
ইচ্ছাগুলো এলোমেলো ঝোড়ো হাওয়া খোলা জীবনের মাঠে
শুকনো পাতার মতো কিছু ইচ্ছা উড়ে চললো।
ছুঁয়ে এলো  তোকে
কিন্তু সত্যি ভালোবেসে হৃদয় ছোঁয়া হলো না।

তোর কালো টিপের আড়ালে আকাশের চাঁদ
তোর বুকের ধড়ফড়ে কোনো ইচ্ছে পাখি।
আমি শুনছি তো তোর ডানার  শব্দ ,তোর খোলা আকাশ
কিন্তু হাঁটতে  পারছি  কই ?
পরে যাচ্ছি , আবার উঠছি ,আবারও পড়ছি
হাত বাড়িয়ে তোকে ছোঁয়া হলো না।
এইভাবে জমা মেঘে দুর্বলতা জমতে জমতে আকাশের চাঁদ আড়ালে
কথা ছিল ,কথা আছে ,কথা থাকবে
কিন্তু চলন্তিকা তোকে বলা হলো না।

অনেকগুলো সম্ভাবনা ছিল বৃষ্টি নামার
তবু বৃষ্টি অন্য কোথাও তুমুল বর্ষণে ভিজিয়ে গেলো মাটি।
ইচ্ছে নদী  ভাসতে ভাসতে সোঁদা গন্ধ
ভিজে মাটি, গুমরে ওঠা কান্না।
তবু  কেন জানি আজকাল বৃষ্টি আসে প্রকৃতির প্রাঙ্গনে
আমি ভিজি ,কিন্তু তবু ভালোবাসা ভেজানো হলো না। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...