Wednesday, August 17, 2016

কমপ্লিট ওম্যান

কমপ্লিট ওম্যান
............. ঋষি
===============================================
শক্তি জমছে ভিতর
অন্ধকার আর মনের ভিতর অজস্র খুচরো শুক্রাণু।
তোমার দিকে তাকাবো না
শুধু স্বপ্নের ভিতর ঢেউ তোলা ভূগোলের ভারতবর্ষ এঁকে যায়।
আর নিজের ভিতর
অনেক রাত জাগা তুমি নাকি কমপ্লিট ওম্যান।

কাকে যেন বলেছিলাম
বন্ধু জাগতে রোহো ,সামনে শুন্যতায় অনেকগুলো শরীর রাখা আছে।
মৃত শব,মৃত আলনায় সাজানো তোমার শরীরের গন্ধ
তুমিও শুয়ে সেখানে নিজের সাথে।
মৌমাছির হুলে বেড়ে যায় বুকের যন্ত্রনা
একটা ১৯/১১ নাকি মানুষ বদলাতে পারে।কিন্তু অমানুষ।
শরীর জুড়ে অমানুষের স্পন্দন
সামনে শরতে চলন্তিকা তুমি নাকি  গা জ্বালা করা মহিষ মর্দিনী।
জেরবার মানছি না ,মানব না
না আমাকে অমানুষ বোলো না চলন্তিকা।

শক্তি জমছে ভিতরে
তোমার শরীরে প্রতি অঙ্গে স্পর্শগুলো চলন্তিকা একলা কবিতা।
আমি হাঁটছি ঠিক জীবন ভর তোমার পিছনে
আর আমার পিছনে  অনেকটা ফেলে আসা যন্ত্রনা।
স্বাধীনতা দিবস সদ্য পেরিয়ে তোমার গেরুয়া  রঙের পোশাকে
ভারতবর্ষ তুমি নাকি নারী ,কিন্তু কতটা কমপ্লিট ?

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...