Thursday, August 25, 2016

কোনো নারীত্বের

কোনো নারীত্বের
................ ঋষি
==========================================
তবে তোর ক্যালেন্ডারে তারিখ কোনটা
এই তো বললি বদলে গেছে দিন।
বছরের ২৮ দিন যদি প্রতিবার একবার আসে
তবে কেন বারো মাস ?
থাক এই প্রশ্ন
বরং তোকে শুভেচ্ছা আগামী কোনো নারীত্বের।

সব কেন কি ?
কোনো সামাজিক নিয়মের দরজায় লাগানো তকমা?
এখানে বৃষ্টি হয় বারোমাস
এখানে ফসল ফলে সবুজ আলিঙ্গনে ভিজে মাটি।
এখানে জীবিত থাকে সফর
সেই নারী যাকে আমি কখনো শ্রদ্ধা করে মা বলি।
অপেক্ষায়  আছি
তোর ক্যালেন্ডারের পাতায় পয়লা মাসের পয়লা দিন।
আরো রঙিন
কোনো রঙিন  আদরের দিনে।


তবে তোর ক্যালেন্ডারে তারিখ কোনটা
জানি না তো বদলাতে বদলাতে এতগুলো দিন।
বছরের ৩০ কিংবা ৩১ ফাঁকে শুধু কিছুদিন
তবে কেন বৃষ্টি মাস ?
থাক এই প্রশ্ন
বরং তোকে শুভেচ্ছা আগামী কোনো নারীত্বের।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...