Sunday, August 7, 2016

রজনীগন্ধা

রজনীগন্ধা
............. ঋষি
===========================================
হাতের মুঠোয় ডাউনের টিকিট
মারা যাবার আটচল্লিশ ঘন্টার পর শরীরটা বাসি
ঠিক যেমন রজনীগন্ধা
আমাকে যেতে হবে ডাউনের ট্রেন ধরে আরো গভীরে
জানি মরেও যেতে হবে
ঠিক যেমন রজনীগন্ধা সন্ধ্যে

মিস ইউনিভার্স দাঁড়িয়ে নিজের লাস্যময়ী ভঙ্গিমায়
সারা সময় উঁকিঝুঁকি ক্লিভেজের পাশে।
মিস ইউনিভার্স  শুকিয়ে যাবে ঝোলা চামড়ার কি আর দাম
মশাই সময়।
উঁকি ঝুঁকি ফুরিয়ে যাবে
সামনে দুটো রাস্তা একটা ডাউন একটা আপ।
আমার হাতে ডাউনের টিকিট
ফুরিয়ে গেলে আরো নিচে যেতে হয়।
মিস ইউনিভার্স তার অন্তর্বাসে পারফিউমে মাখলেন
গন্ধটা চেনা
রজনীগন্ধা।

হাতের মুঠোয় ডাউনের টিকিট
মারা যাবার আটচল্লিশ ঘন্টা পর আমি দাঁড়িয়ে স্টেশনে।
আসলে মানুষের মৃত্যু নেই
আমার মতো হাজারো কেউ এখনো উঁকিঝুঁকি মারছে।
যদি একবার ,,,,না জীবন
শুধু রজনীগন্ধা শুকিয়ে গেলে বোঁটকা গন্ধ। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...