বাঁশিওয়ালা
................... ঋষি
================================================
বাঁশি বাজাবে কবি
হরিপ্রসাদের মতো না বাজুক , কিংবা কৃষ্ণের মতো।
কলমের নিবে কি বাঁশির শব্দ ?
ইঁদুরগুলো সব ভীষণ জব্দ হ্যামলিনের শহরে।
মৃত্যুর দিকে এগিয়ে যায়
কবিতা তার নিজের উপত্যকায়।
একি কথা কবি
তুমি বাঁশি বাজাতে পারো না।
নন্দন প্রাঙ্গনের সেই বাঁশিওয়ালাকে দেখি মধুর সুর
চোখ বন্ধ করলে পাহাড়ি কোনো প্রকৃতি ,
মন ভিজে যায় ,আরো ভিজতে চাই
কিন্তু বাঁশিওয়ালা ,একটা চেঞ্জার বাঁশি চারশো টাকা দাম।
বাজাতে পারবো তো ?উদাস মনে একটা সিগারেট ধরাই
আর শুনতে থাকি কবিতার সুর।
কবি তুমি টাকায় শিল্প মাপো ?
না বাবু আমি খালি পেটে কবিতা লিখি।
আমার শিল্পে বাঁশি বাজে তো ,খুব করুন সুর
আমি যে মানুষের কবিতা লিখি।
আমি যে জীবনে কবিতা লিখি ,লিখি সময়কে
আমিও নিজে কোনো পাহাড়িয়া বাঁশির সুর শব্দের ফাঁকে।
................... ঋষি
================================================
বাঁশি বাজাবে কবি
হরিপ্রসাদের মতো না বাজুক , কিংবা কৃষ্ণের মতো।
কলমের নিবে কি বাঁশির শব্দ ?
ইঁদুরগুলো সব ভীষণ জব্দ হ্যামলিনের শহরে।
মৃত্যুর দিকে এগিয়ে যায়
কবিতা তার নিজের উপত্যকায়।
একি কথা কবি
তুমি বাঁশি বাজাতে পারো না।
নন্দন প্রাঙ্গনের সেই বাঁশিওয়ালাকে দেখি মধুর সুর
চোখ বন্ধ করলে পাহাড়ি কোনো প্রকৃতি ,
মন ভিজে যায় ,আরো ভিজতে চাই
কিন্তু বাঁশিওয়ালা ,একটা চেঞ্জার বাঁশি চারশো টাকা দাম।
বাজাতে পারবো তো ?উদাস মনে একটা সিগারেট ধরাই
আর শুনতে থাকি কবিতার সুর।
কবি তুমি টাকায় শিল্প মাপো ?
না বাবু আমি খালি পেটে কবিতা লিখি।
আমার শিল্পে বাঁশি বাজে তো ,খুব করুন সুর
আমি যে মানুষের কবিতা লিখি।
আমি যে জীবনে কবিতা লিখি ,লিখি সময়কে
আমিও নিজে কোনো পাহাড়িয়া বাঁশির সুর শব্দের ফাঁকে।
No comments:
Post a Comment