Sunday, August 14, 2016

ঘুম ভাঙলো নারী

ঘুম ভাঙলো নারী
............. ঋষি
=======================================================
ঘুম ভাঙলো নারী
চির পরিচিত স্বভাবজাত লজ্জা তোমার ঘুম ভাঙলো কি ?
সকালের দরজায় চেনা আয়নাতে পরিচিত দাগ
অতি পরিচিত তুমি নিজের কাছে।
কিন্তু তুমি জানো না তোমাকে লজ্জা পেতে নেই ,না কাঁদতে
শুধু ব্যবহারের এক ঘর মানুষের তুমি সাক্ষী।

আকাশের  দিকে তাকিয়ে দেখো কোনো অনিদ্রার দেবী তোমাকে ছুঁয়ে
তোমার মননে যে কটা ফুল ফুটেছিল তার  আজ সবকটা তোমার বারন্দায় টবে।
সুন্দর পৃথিবী বানাতে গিয়ে ,তার স্বপ্ন দেখে
কোথাও কি তুমি নিজের পৃথিবী ক্রমশ ছোট করছো না।
অন্যের কথা ভাবতে ভাবতে ,সম্পর্কের তোয়াক্কা করতে করতে
তুমি কোথাও নিজেকে হারিয়ে ফেলছো না তো।
ভালো করে তাকিয়ে দেখো নারী
সমাজ তোমাকে বেআব্রু চাইছে না তো।
সময় তোমায় বিজ্ঞাপনে মাপছে  না তো
তোমার বুকের ,পাছার সৌন্দর্য্যতায়
 তোমাকে মানুষ ভাবছে না তো।
আর তোমার প্রিয় পুরুষ যে তোমাকে চিনেও
আজকাল চিনতে পারছে তো ?


ঘুম ভাঙলো নারী
চোখ খুলে আয়নায় মুখ দেখো সেই তুমি দাঁড়িয়ে।
তোমার মেয়েবেলা ,তোমার যৌবন ,তোমার জীবন কোথাও কি
মনে হচ্ছে না তো উৎসর্গকৃত।
কিন্তু তুমি যেন তুমি চিরকাল লাজুক ,চিরকাল অভিমানি
এই নারীত্বের দোহাইগুলো  তোমাকে ছোট করছে না তো। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...