আবার আসবে
.................. ঋষি
==================================================
আবার আসছো তুমি
খড় মাটি রং ঘামতেল পেরিয়ে পৃথিবীর কাছে।
মণ্ডপে ছড়ানো শেষ হয়ে যাওয়া অবশেষ
শেষ রিংটোন মানুষের
বাজলো তোমার আলোর বেণু।
.
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চিরকালীন ভদ্রলোক থেকে গেলেন
নিয়ম করে শুনিয়ে গেলেন মহিষ মর্দিনী রূপকথা।
মানুষ বিগলিত হৃদয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় করে উপস্থিতি জানান দিলো
না ম্যাডাম ফুরিয়ে যায় নি আমরা।
হ্যা বাকি আছে তো
মা তুমি একবার তাকিয়ে দেখো সেই সরকারি বৃদ্ধাশ্রমে
যেখানে কেউ দিন গুনছে মাতাল সন্তানের জননী হবার।
মা তুমি একবার চোখ রাখো সেই ধর্ষিত যুবতীর ক্লান্ত ,ভীত চোখে
যেখানে চোখ ডোবালি তুমি বুঝবে বাস্তব কি ?
কিংবা সেই ছেলেটা যে সময়ের কাছে অপ্রয়োজনীয়
যাকে এই সমাজ অনাথ বলে করুণা করে।
আবার আসছো তুমি
মা তুমি সং সেজে আবার দাঁড়াবে মানুষের মনে আলোর মতো।
তুমি তো নিয়মিত আসো
আবার চলে যায় নিজের মতো
কিন্তু মানুষ এখনো যেতে পারে না ,ইচ্ছে করলে।
.................. ঋষি
==================================================
আবার আসছো তুমি
খড় মাটি রং ঘামতেল পেরিয়ে পৃথিবীর কাছে।
মণ্ডপে ছড়ানো শেষ হয়ে যাওয়া অবশেষ
শেষ রিংটোন মানুষের
বাজলো তোমার আলোর বেণু।
.
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চিরকালীন ভদ্রলোক থেকে গেলেন
নিয়ম করে শুনিয়ে গেলেন মহিষ মর্দিনী রূপকথা।
মানুষ বিগলিত হৃদয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় করে উপস্থিতি জানান দিলো
না ম্যাডাম ফুরিয়ে যায় নি আমরা।
হ্যা বাকি আছে তো
মা তুমি একবার তাকিয়ে দেখো সেই সরকারি বৃদ্ধাশ্রমে
যেখানে কেউ দিন গুনছে মাতাল সন্তানের জননী হবার।
মা তুমি একবার চোখ রাখো সেই ধর্ষিত যুবতীর ক্লান্ত ,ভীত চোখে
যেখানে চোখ ডোবালি তুমি বুঝবে বাস্তব কি ?
কিংবা সেই ছেলেটা যে সময়ের কাছে অপ্রয়োজনীয়
যাকে এই সমাজ অনাথ বলে করুণা করে।
আবার আসছো তুমি
মা তুমি সং সেজে আবার দাঁড়াবে মানুষের মনে আলোর মতো।
তুমি তো নিয়মিত আসো
আবার চলে যায় নিজের মতো
কিন্তু মানুষ এখনো যেতে পারে না ,ইচ্ছে করলে।
No comments:
Post a Comment