Sunday, August 14, 2016

তেমন কিছু না

তেমন কিছু না
................ ঋষি
==============================================
তেমন কিছু ঘটে নি
গাঁয়ের সেই বটগাছের গায়ে ঘুঁটে দিয়ে চলে গেছে কতগুলি মেয়ে বৌ।
না তেমন কিছু না
সামনে গিয়ে দেখি এক বাংলার ছেলে দাঁড়িয়ে।
অবাক চোখে দেখছে
আর বাংলার মেয়ে বউরা লজ্জা পাচ্ছে।

তেমন কিছু ঘটে নি
গ্রামের ছোট নদী এঁকে বেঁকে অনেক দূরে বইছে কবিতার পাতায়।
নদীর ধারে নরম মাটির বুকে অজস্র পায়ের ছাপ
এক গ্রামবাংলা মিলিয়ে নিচ্ছে নিজের হৃদয়ের ফেলে আসা।
তেমন কিছু না
রাতের আকাশে তারাদের গায়ে জোনাকিরা জ্বলছে
আলাদা করে চেনা যাচ্ছে না তারাদের পাড়া।
দূরে জেলে পাড়ায় ল্যান্ঠনে কোনো পেট জ্বলছে
না ঘরে ভাত নেই ,না নুন ,শুধু জ্বালা।
জ্বালা করছে আমার চোখ এই মুহূর্তে
হারিয়ে যাচ্ছে সবুজ আর চির সরল সেই অন্ধকারে তারা।

তেমন কিছু ঘটে নি
নদীর উপর ভেসে উঠছে সময়ের শব।
নদীর প্রতি লিটার জলে বাড়তে থাকা কীটপতঙ্গ ক্রমশ ছড়াচ্ছে
শহর গজাচ্ছে আর আমার চান করতে ইচ্ছে করছে।
বাথরুমে আসে সাওয়ারটা চালিয়ে দিলাম ,মিষ্টি জল
কিন্তু না তেমন কিছু না।  

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...