প্রহেলিকা
............... ঋষি
===============================================
সবকিছু থেকে যাবে
এই জন্মসূত্রে থাকা জীবনের প্রাপ্তি নির্দেশিকা।
তবু সময় তুমি রেখে যাবে
স্মৃতির অন্তরে গভীরে ফিসফিস করে বলা।
প্রহেলিকা তুমি গভীর ন্যুনতম মুহূর্তের কান্না
গড়িয়ে নামা নোনতা জল।
এই লেখা
এই ইজিচেয়ার ,এই কলম ,এই কাগজ , এই স্বগোত্রীয় পরিচয়।
সবটাই ফাঁকি
কিংশুক কোনো বিকেলের আলোয়।
নিভে যাবে সব একমুহূর্তে
সময়ের সামাজিক ভিতে নিজের ক্ষতের উপর শুয়ে থাকা হৃদপিন্ড।
আরো গভীরে যাবে প্রহেলিকা
সবটাই জানা।
ফিরে এসেও ফিরে যাওয়া যায় না
আর যাওয়ার আগে হাজারো উত্তরে মানুষ অচেনা ।
সবকিছু থেকে যাবে
এই জন্মের ইতিহাস হয়তো কোনো মানুষরুপি পরিচয়।
তাবু কিছু ছবি রয়ে যাবে
মনের আনাচে কানাচে জমে থাকা দীর্ঘশ্বাস।
ফিরে আসা প্রসাদী ফুল ,,চুপচাপ
খালি হাতে মানুষ তো ফিরে যাবে।
............... ঋষি
===============================================
সবকিছু থেকে যাবে
এই জন্মসূত্রে থাকা জীবনের প্রাপ্তি নির্দেশিকা।
তবু সময় তুমি রেখে যাবে
স্মৃতির অন্তরে গভীরে ফিসফিস করে বলা।
প্রহেলিকা তুমি গভীর ন্যুনতম মুহূর্তের কান্না
গড়িয়ে নামা নোনতা জল।
এই লেখা
এই ইজিচেয়ার ,এই কলম ,এই কাগজ , এই স্বগোত্রীয় পরিচয়।
সবটাই ফাঁকি
কিংশুক কোনো বিকেলের আলোয়।
নিভে যাবে সব একমুহূর্তে
সময়ের সামাজিক ভিতে নিজের ক্ষতের উপর শুয়ে থাকা হৃদপিন্ড।
আরো গভীরে যাবে প্রহেলিকা
সবটাই জানা।
ফিরে এসেও ফিরে যাওয়া যায় না
আর যাওয়ার আগে হাজারো উত্তরে মানুষ অচেনা ।
সবকিছু থেকে যাবে
এই জন্মের ইতিহাস হয়তো কোনো মানুষরুপি পরিচয়।
তাবু কিছু ছবি রয়ে যাবে
মনের আনাচে কানাচে জমে থাকা দীর্ঘশ্বাস।
ফিরে আসা প্রসাদী ফুল ,,চুপচাপ
খালি হাতে মানুষ তো ফিরে যাবে।
No comments:
Post a Comment