অন্ধকার খেলা
............... ঋষি
===================================================
চলো একবার অন্ধকার অন্ধকার খেলবো
কি সমাজ চোখ বন্ধ ?
অরে পায়জামার ফিতেতে হাত দিলাম সবে ,এখনো অনেক বাকি
কি ভয় করছে ? বলছি তো লুঠ করবো।
ধুস জীবন দিয়ে কপাল ঠুকে দেওয়ালে পিঠ
তুমিও তো সমাজ জীবিত থেকে কইমাছের মতো কড়াইতে নিলজ্জ।
নুন ,লঙ্কা ,হলুদ
স্তন ,যোনি ,জন্মমূলক বায়োলোজিকার সার্ভের পাতা।
অরে শহরে শুধু মেয়ে কেন ,ছেলেরাও দাঁড়িয়ে লালচে সুতো বেঁধে
কি খুলবে ?
খুলছে তো সকাল সন্ধ্যে শাড়ি ,অন্তর্বাস ,নিয়মের সঙ্গম
মাংস আর মাংস ?
হৃদয় খুলছে কি কেউ ? ভীষণ ভিখিরীর মতো দেখতে
মানুষ হৃদয় হলে আরো বেশি ভিখিরী হয়ে যায়।
চলো একবার অন্ধকার অন্ধকার খেলবো
কি সমাজ দেওয়ালে পিঠ দিয়ে কি করছো ? ব্লুফিল ? নগ্নতা ?
আজকের আবহদপ্তরের খবর
শহরে নাকি জল বাড়ছে ,শুধু শরীর ভেজাবার।
কিন্তু বারুদ কই
কেউ কি পুড়তে চাইছে ,,,উফস চোখ বন্ধ।
............... ঋষি
===================================================
চলো একবার অন্ধকার অন্ধকার খেলবো
কি সমাজ চোখ বন্ধ ?
অরে পায়জামার ফিতেতে হাত দিলাম সবে ,এখনো অনেক বাকি
কি ভয় করছে ? বলছি তো লুঠ করবো।
ধুস জীবন দিয়ে কপাল ঠুকে দেওয়ালে পিঠ
তুমিও তো সমাজ জীবিত থেকে কইমাছের মতো কড়াইতে নিলজ্জ।
নুন ,লঙ্কা ,হলুদ
স্তন ,যোনি ,জন্মমূলক বায়োলোজিকার সার্ভের পাতা।
অরে শহরে শুধু মেয়ে কেন ,ছেলেরাও দাঁড়িয়ে লালচে সুতো বেঁধে
কি খুলবে ?
খুলছে তো সকাল সন্ধ্যে শাড়ি ,অন্তর্বাস ,নিয়মের সঙ্গম
মাংস আর মাংস ?
হৃদয় খুলছে কি কেউ ? ভীষণ ভিখিরীর মতো দেখতে
মানুষ হৃদয় হলে আরো বেশি ভিখিরী হয়ে যায়।
চলো একবার অন্ধকার অন্ধকার খেলবো
কি সমাজ দেওয়ালে পিঠ দিয়ে কি করছো ? ব্লুফিল ? নগ্নতা ?
আজকের আবহদপ্তরের খবর
শহরে নাকি জল বাড়ছে ,শুধু শরীর ভেজাবার।
কিন্তু বারুদ কই
কেউ কি পুড়তে চাইছে ,,,উফস চোখ বন্ধ।
No comments:
Post a Comment