Thursday, August 25, 2016

ট্রাফিক জ্যাম

ট্রাফিক জ্যাম
............ ঋষি
===============================================
সকাল থেকে সূর্য দেখা
সেটা নাকি সময়ের লুকোনো অবয়বে ছায়া।
আমার সাথে অনেক ছায়া আছে
তুই চলন্তিকা
বুঝি নি ,,কি বুঝলাম না ছায়া না মায়া।

রাস্তায় ট্রাফিক জ্যাম হবে যে
অনেকটা চলার পর আমি ঠিক বাড়ি ফিরে যাবো।
পিছনে তাকিয়ে দেখবো
আকাশের চাঁদ।
ধুস আজ আকাশে মেঘ ,মনখারাপ শহরে বৃষ্টি
নিঝুম অলংকারের মতো সন্ধ্যের শাখা প্রশাখা ক্রমশ আরো গভীর।
একটা ট্রেন ছুটছে প্ল্যাটফর্ম ছেড়ে
গন্তব্যে দাঁড়িয়ে অনেকটা আলোকময় স্বপ্ন।
চুপ আমি ঠিক বাড়ি ফিরে যাবো
শুধু অপেক্ষা শহরের ট্রাফিক জ্যাম।

সকাল থেকে রাস্তা দেখা
তারপর রাস্তাগুলো জালের মতো ছড়িয়ে পরে শহরের জঞ্জালে।
হাঁটু জল দাঁড়াবে তারপর বৃষ্টি
তুই চলন্তিকা
বুঝি না ,,এই শহরের দিন আর রাত আলাদা করে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...