Tuesday, August 2, 2016

তুই তো মেয়ে


তুই তো মেয়ে
.................. ঋষি
================================================

ও কি মেয়ে
অমন করে লুটিয়ে পড়লে  কি করে  হবে ?
উঠে দাঁড়াতে হবে ,আরো ধাক্কা খেতে হবে
ছোটবেলায় শুনেছিস তো মায়ের কাছে মেয়ে হয়ে জন্মেছিস।
সত্যি রে তুই মেয়ে হয়ে জন্মালি
আর পৃথিবীর একটা সুখ বেড়ে গেলো।

কাঁদছিস কেন ?
শুনিস নি মেয়েদের কপাল ,সে কি রে এমন তো হওয়ারই কথা।
বাবা চেয়েছিল না  ছেলে হোক,মাও হয়তো
তুই হলি তোর দাদু ,ঠাকুমা ,আত্মীয়রা মুখ বেঁকালো , মেয়ে হলো।
কাঁদিস না সেই তো শুরু
তারপর তুই বড় হতে লাগলি মা বললো এমন করে বসতে নেই।
বাবা বললো না  গাছে উঠতে নেই।
 ঠাকুমা বললো  অমন করে শুতে নেই তুমি বড়ো হয়ে গেছো
দাদু বললো না ছেলেদের সাথে কথা বলবে না।
তারপর তুই ফ্ৰক ছেড়ে নারী হয়ে উঠলি
সেই ছেলেটা তোর হাত ধরে তোকে প্রথমবার স্বপ্ন দিল।
তুই ভাবলি এই তো বেঁচে আছিস
কিন্তু মরলি আবার মুখপুড়ি  ,,,,তুই তো মেয়ে।

ও কি মেয়ে
অমন করে লুটিয়ে পড়লে  কি করে  হবে ?
শাস্ত্রে লেখা মেয়েরা  কৈ মাছের জান আর না তোর মৃত্যু নেই।
ওঠ ওঠ উঠে পর এই পৃথিবীর চোখে তুই হোলি সুখ
আর তোর জন্মের মুখ সে হলো  তোর দুঃখ
চুপ কর মুখপুড়ি আর ন্যাকামি নয়,,,, তুই তো মেয়ে।

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...