Tuesday, August 9, 2016

সময়ের মানুষ

সময়ের মানুষ
.............. ঋষি
===========================================

না হতে পারলাম সময়ের সঙ্গী
না হতে পারলাম না অসময়ের মানুষ।
পাতি মধ্যবিত্তের মতো স্বপ্ন দেখি বেঁচে থাকার
পাতি মৃত্যুর মতো স্বপ্নে দেখি বুড়িয়ে গিয়ে মরে যাবার।
লজ্জা নেই তবু সামনে তাকাই
খুব সাধারণের মতো আলো খুঁজতে চাই অন্ধকারে।

এই অন্ধকার চিরকালীন এক নিয়ম
চলন্তিকা বলেছিল
এই জীবনটা নষ্ট করতে পারিস ,যদি তুই চাস।
কিন্তু চলন্তিকাকে বলি নি কখনো
আসলে আমি অপেক্ষা করছি একটা মিছিল ফিরে আসার
বিনিময়ে আমার কিছু প্রশ্ন আছে ।
তারপর না হয় ফুরিয়ে যাওয়া কিংবা শেষের শুরু
তারপর না হয় বেঁচে মরা কিংবা মরে বাঁচা।
কে না জানে এই পৃথিবীতে সব সহজলভ্য
শুধু সত্যি বাদে।

না হতে পারলাম না সময়ের সঙ্গী
না হতে পারলাম না অসময়ের মানুষ।
শুধু ঘড়ির পেন্ডুলামের দিকে তাকিয়ে বাঁচতে চাওয়া
ভাসতে চাওয়া প্রিয় স্বপ্ন।
চলন্তিকাকে কখনো বলি আসলে স্বপ্নরা সব মৃত চিরকাল
শুধু স্বপ্নের আলোরণে রঙিন আমার প্রতিদিন। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...