Saturday, August 13, 2016

কবিতার জন্ম

কবিতার জন্ম
..................... ঋষি
===============================================
কবির কি মৃত্যু আছে ?
না কোনো দিন কোনো মৃত্যু কবিতা স্পর্শ করে নি ।
হাজারো মৃত্যু নিয়ে চটকালেও
যেমন কবিতা হয় না।
তেমনি কবি চাইলেও মৃত্যু তাকে স্পর্শ করে না
এ হলো চিরন্তন কোনো আদর কবিতার  ।

স্পর্শের কথা যখন বললাম
তখন বলি কবিতার ভিতর প্রতিদিন কবিতার পাঠক বিলীন হয়।
কেউ আত্মহত্যা করে ,কেউ বেঁচে মরে ,কেউ বা মরে বেঁচে
কবিতার পাতা বহু  পুরোনো হলেও হারিয়ে যায় না।
কবিতার প্রেমে পরে হাজারো প্রেমিক বারংবার
কেউ দাঁড়িয়ে থাকে লম্বা লাইনে প্রিয় কবিকে দেখবে বলে ,
কেউ বা শুধু একবার ছোঁবে  বলে।
কবিতার সঙ্গে পিরিত ছিল বলে কবির বৌ পালায়
আবার কবিতা রাত্রে আসে কবিকে আদর করে যায়।


কবিতা কোনো মৃত্যু নেই ,শুধু জন্ম
আর প্রতিটা জন্মানো কবিতা কবির প্রসবযন্ত্রণা।
শিশু যেমন হাসে, কবিতা হাসে ,শিশু যেমন কাঁদে ,কবিতাও কাঁদে
কিন্তু কেউ জানে না পিছনে কবি কাঁদে হাসে।
তাই তো কবি হাজারো যন্ত্রনায় মৃত্যু লেখে বারংবার
যাকে ভালোবেসে সময় কবিতা বলে।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...