Friday, August 5, 2016

একলা সময়

একলা সময়
.............. ঋষি
=============================================
সোজা সাপ্টা বলে দিতে পারিস
মাংস ঘাটতে  চাস।
এত ঘুরিয়ে বলার কি আছে ,সোজা সাপ্টা ভালো
আজকাল সহ্য হয় না।
সময় কই  এতো সোজা সাপ্টা সময়ের জীব
সোজাসাপ্টা ভালো।

সম্পর্ক তলিয়ে গিয়ে আজ নিয়ম
এটা কোনো চলচিত্র নয় বুঝলি খোঁজ না  বাড়ি বাড়ি।
অফিস আর বাড়ি
আর তার ফাঁকে ওই যে বাড়াবাড়ি।
না তোকে বললে বুঝবি না ,বড়  অশান্তি
শান্তি গেছে পিসির বাড়ি।
এই ফাঁক
হা হা সোজা সাপ্টা কি বলা যায়
মাংস সে যে বড় সুস্বাদু
হোক না বাড়াবাড়ি।

সোজাসাপ্টা বলে দিতে পারিস
আচ্ছা শোন তাড়াতাড়ি কর ,,হমম একদম সময় নেই।
বাড়ি ফিরতে হবে যে
খুব যে তাড়া ,আমি কি বেশ্যা।
না আমার প্রিয়
তুমি বেশ্যা নও একলা দাঁড়িয়ে সময়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...