Saturday, August 10, 2013

RISHI026@GMAIL.COM

#### " শেষের শুরু " ####
লেখক : ঋষি
************************************
এ যেন এক উপন্যাস
যার প্রথমেই কোনো শব স্পর্শ।
ঠিক কোনো অচেতন সংসর্গের
গোপন কথা।
অসময়ে ঝরে যাওয়া ফুলকে
কি বলবে ?
প্রতিদিন মোখিক উপেক্ষার
দধীচির হাড়ের আকাঙ্খাকে
কি বলবে ?
কোনো মিল নেই
কোনো প্রস্তুতি নেই ,
অকারণে অন্তরিত আল্পনার রঙের
রামধনুর স্পর্শ
কি বলবে ?
যদি বলো  নিয়তি
আমি বলবো মানি না।
যদি বলো জন্মান্তরের পাপ
আমি বলবো জানি না।
যদি বলো জীবনের বিলম্বিত উপহার
মেনে নেবো  ,
কিন্তু তবু বলবো
উপন্যাসের শুরুতে শব মানায় না।
ওটা অন্যরকম হলেও হতো  .............
****************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...